নয়াদিল্লি: প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি ৩০ মে শপথ নেওয়ার পর সম্ভবত ৬ জুন থেকে বসছে সংসদের অধিবেশন। চলবে ১৫ জুন পর্যন্ত। ৩১ মে নতুন মন্ত্রিসভার বৈঠকের পরই সংসদের অধিবেশনের দিন চূড়ান্ত হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে সন্ধে সাতটায় মোদির শপথগ্রহণ।
জানা গিয়েছে, এমাসের ১৩ তারিখে মোদি যাচ্ছেন কিরঘিজস্তানে। সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা হতে পারে তাঁর। জুনের শেষে জাপানের ওসাকা যাবেন তিনি। জি টোয়েন্টি সামিটে যোগ দেবেন মোদি। শীর্ষ রাষ্ট্রনেতাদের সঙ্গে তাঁর কথা হতে পারে সেখান। আগস্টে যাবেন প্যারিসে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েস ম্যাকরঁর সঙ্গে কথা হবে তাঁরা।