আমি পানের দোকানে দাঁড়ালে মোদির সভার থেকে বেশি ভিড় হয়: লালু

পাটনা: লোকসভা নির্বাচনের আগে বিহারের পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার ভিড় নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। রবিবার তিনি বলেন, ‘সরকারি সমস্ত শক্তি প্রয়োগ করার পরও গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী সভায় যে ভিড় হয়েছে, আমি পানের দোকানে দাঁড়ালেই সেই সংখ্যক লোক সেখানে চলে আসে।’ পাশাপাশি ক্যামেরার কৌশল ব্যবহার করে প্রচুর ভিড় দেখানোর

dc22eb5dab5ba5db47a48b15b54a836f

আমি পানের দোকানে দাঁড়ালে মোদির সভার থেকে বেশি ভিড় হয়: লালু

পাটনা: লোকসভা নির্বাচনের আগে বিহারের পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার ভিড় নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। রবিবার তিনি বলেন, ‘সরকারি সমস্ত শক্তি প্রয়োগ করার পরও গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী সভায় যে ভিড় হয়েছে, আমি পানের দোকানে দাঁড়ালেই সেই সংখ্যক লোক সেখানে চলে আসে।’ পাশাপাশি ক্যামেরার কৌশল ব্যবহার করে প্রচুর ভিড় দেখানোর চেষ্টা হয়েছে মত প্রকাশ করেছেন লালু।

রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি এই সভাকে সফল করতে সর্বশক্তি ব্যবহার করেছিলেন এনডিএ-এর শরিক জেডিইউ প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান। ৩০টি ট্রেন এবং প্রায় ৬০০০ বাসে করে দলীয় কর্মী ও সমর্থকদের সভাস্থলে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *