আন্তর্জাতিক যোগ দিবসে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ’-এর বার্তা মোদীর

আন্তর্জাতিক যোগ দিবসে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ’-এর বার্তা মোদীর

নয়াদিল্লি: করোনার থাবায় গোটা বিশ্ব যখন বেসামাল, তখন যোগাই হয়ে উঠেছে মানুষের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির চাবিকাঠি৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আত্মবিশ্বাস জুগিয়েছে যোগা৷ কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ও মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে যোগাসন৷ গোটা বিশ্ব যখন মহামারির সঙ্গে লড়াই করছে, তখন যোগের মাধ্যমে শক্তিবৃদ্ধির পথ দেখিয়েছে ভারত৷ সপ্তম যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- আমের দাম ২ লক্ষ ৭০ হাজার!

এদিন সকাল থেকেই যোগাসন করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী৷ প্রধানমন্ত্রীর কথায়, যোগা শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে৷ তিনি বলেন, ‘‘গোটা বিশ্ব যখন কোভিডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তখন আশার আলো হয়ে উঠেছে যোগাসন৷ যোগার মাধ্যমে মানুষের মনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়৷ ফ্রন্টলাইন ওয়ার্কাররাও করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগাকেই অন্যতম হাতিয়ার বানিয়েছে৷ চিকিৎসকরাও রোগীদের যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন৷’’ তিনি জানান, বিভিন্ন স্কুলেও এখন অনলাইন যোগাসন ক্লাস চালু হয়েছে৷ ছাত্রছাত্রীদের প্রাণায়ম শেখানো হচ্ছে৷ কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে তৈরি করা হচ্ছে শিশুদের৷ 

পাশাপাশি বিশ্বস্বাস্থ্য দিবসে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ-এর বার্তাও দিয়েছে প্রধানমন্ত্রী৷ সেইসঙ্গে ‘এম যোগা’ নামে একটি অ্যাপের উদ্বোধনও করেন তিনি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলিত প্রচেষ্টায় এম যোগা অ্যাপের সূচনা করেন নমো৷ এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাভ্যাসের বিস্তারিত তথ্য থাকবে৷ বিভিন্ন প্রশিক্ষকরা সেখানে যোগাসন শেখাবেন৷ থাকবে যোগ সম্পর্কিত একাধিক তথ্য৷

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের আগে আয়ুষ মন্ত্রক এবং আন্তর্জাতিক যোগ দিবসের জন্য তৈরি নোডাল মন্ত্রালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ বিশ্বের অধিকাংশ দেশেই যোগা পুরনো সংস্কৃতি নয়৷ কিন্তু এই কঠিন সমে মানুষ তা ভুলে গিয়েছে৷ দেশের মানুষ উৎসাহের সঙ্গে যোগব্যায়াম করছে৷’’ চিকিৎসা বিজ্ঞানেও যোগাসন নিয়ে গবেষণা চলছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =