কবে আদতে উদ্ধার করা সম্ভব উত্তরকাশীর শ্রমিকদের? উত্তর মিলছে না

কবে আদতে উদ্ধার করা সম্ভব উত্তরকাশীর শ্রমিকদের? উত্তর মিলছে না

trapped

দেরাদুন: ঠিক কবে উদ্ধার করা সম্ভব হবে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের, সেই উত্তর এখনও মিলছে না। অনুমান করা গিয়েছিল, শুক্রবারের মধ্যেই ভালো কোনও খবর আসবে। কিন্তু আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, শ্রমিকদের উদ্ধার করার জন্য যে টানেল তৈরি করা হচ্ছে, তাতে একটি বিশেষ ধরনের পাইপ ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্র সুখবর আসবে বলে আশা।

উত্তরকাশীর টানেলে বিগত ১২ দিন ধরে আটকে রয়েছেন বাংলার ৩ শ্রমিক সহ ৪১ জন। প্রশাসন সূত্রে খবর, টানেলে আর মাত্র ১৪ মিটার পর্যন্ত যেতে হবে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যাতেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে বলে ধারনা করা হচ্ছে। কিন্তু শেষ এইটুকু পথও বেশি কঠিন হতে চলেছে। ইতিমধ্যেই অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আশা করা হচ্ছে, আজ রাতের মধ্যেই ভালো খবর পাওয়া যাবে। উদ্ধারস্থলে ইতিমধ্যে ২০টি অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে। শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলে তাঁদের সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হবে।

শ্রমিকদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে সুড়ঙ্গে তাদের জন্য পাঠান হয়েছে পোলাও, মটর পনির এবং দু’টি করে রুটি। সঙ্গে আপেল, লেবুর মতো ৫ থেকে ১০ কেজি ওজনের ফল দেওয়া হয়েছে। এছাড়া মানসিক অবসাদ আটকাতে ওষুধও দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *