নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা রুজু করল হোয়াটসঅ্যাপ৷ আজ বুধবার থেকেই লাগু হচ্ছে এই নিয়মাবলী৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই নীতির ফলে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘিত হবে৷ যা তারা মেনে নিতে পারবে না৷
আরও পড়ুন- মায়ের স্মৃতিতে কোভিড রোগীদের জন্য অটো অক্সিজেন পরিষেবা চালু মেয়ের
ফেসবুকের এই মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘হোয়াটঅ্যাপের মেসেজিং অ্যাপ্লিকেশনে চ্যাট ট্রেস করা হল এখানে সেন্ড করা প্রতিটি মেসেজের ফিঙ্গার প্রিন্ট রাখার সমান৷ যার অর্থ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভেঙে দেওয়া৷ এর ফলে হোয়াটসঅ্যাপ ইউজারদের গোপনীয়তা লঙ্ঘিত হবে৷’’ হোয়াটসঅ্যাপের মুখপাত্র আরও জানান, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা জারি রয়েছে৷ সবার আগে ইউজারদের গোপনীয়তা রক্ষা করাটা জরুরি৷ প্রসঙ্গত, ভারতে হোয়াটসঅ্যাপ ইউজার ৪০ কোটি৷ কী ভাবে এই বিপুল সংখ্যক ইউজারের গোপনীয়তা রক্ষা করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে৷ হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মে এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে৷ অর্থাৎ অন্য কেউ এই মেসেজ দেখতে পারবে না৷ কিন্তু কেন্দ্রের নয়া নীতিতে তা বিঘ্নিত হচ্ছে বলেই দাবি৷
জানা গিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকার বিরোধী হিসাবেই নয়া আইটি নীতির একটি নিয়মকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে৷ নয়া নিয়মে বলা হয়েছে, প্রয়োজনে কোনও মেসেজের উৎস ট্র্যাক করতে পারবে মেসেজিং প্ল্যাটফর্ম৷