নাগপুর: হোয়াটস অ্যাপের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তি করল নাগপুরের ফ্যামিলি কোর্ট। স্বামী ও স্ত্রী, দু’জনের সম্মতিতেই শেষ পর্যন্ত এই বিচ্ছেদকে বৈধতা দিয়েছে।
সূত্রের খবর, স্ত্রী থাকে আমেরিকার মিশিগানে। স্টুডেন্ট ভিসায় সেখানে পড়ছেন তিনি। অন্যদিকে, তার স্বামী একসময় মিশগানে থাকলেও বর্তমানে নাগপুরেই থাকছেন। বিচ্ছেদের মামলা দায়ের হওয়ার পর গণ্ডোগল শুরু হয় হাজির হওয়া নিয়ে। শুনানিরসময় স্বামী আদালতে হাজির থাকেন প্রতিবারই। কিন্তু স্ত্রী বিচারকের কাছে আর্জি জানান, তার পক্ষে এতদিন ভারতে থাকা সম্ভব হবে না। তাই হোয়াটস অ্যাপের মাধ্যমে তাকে যেন তার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ১০ লাখ টাকা খরপোষের বিনিময়ে মামলার নিষ্পত্তি টানেন বিচারক স্বাতী চৌহান।