নয়াদিল্লি : হোয়াটসঅ্যাপে কারও প্রোফাইল ছবি পছন্দ হলেই চট করে মোবাইলে ডাউনলোড করে নেওয়ার দিন শেষ। অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড করে তার অপব্যবহার হচ্ছিল।
বিভিন্ন সময়ে মহিলারা এই অভিযোগ করছিলেন, তাঁদের ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার। শেষ পর্যন্ত কড়া ব্যবস্থা নিতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পরবর্তী আপডেটেই এই ফিচার্স বন্ধ হতে চলেছে বলে জানিয়েছে তারা। অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সান ২.১৯.১৪৩ এবং আইফোনের ২.১৯.৬০.৫ ভার্সানে ইতিমধ্যেই এই সুবিধা তুলে নেওয়া হয়েছে। শীঘ্রই অন্য ভার্সানে পছন্দ হলেই কেউ আর অন্যের প্রোফাইল ছবি ডাউনলোড করতে পারবেন না।