চন্দ্রযান ৩-এর লক্ষ্য কী? ল্যান্ডিংয়ের পর যে কাজ করবে ‘বিক্রম’

চন্দ্রযান ৩-এর লক্ষ্য কী? ল্যান্ডিংয়ের পর যে কাজ করবে ‘বিক্রম’

vikram

নয়াদিল্লি: চন্দ্রযান ২ মূল লক্ষ্যে সফল হতে পারেনি। অবতরণের ঠিক আগের মুহূর্তে ল্যান্ডিং ব্যর্থ হয়েছিল বলা চলে। কিন্তু চন্দ্রযান ৩ নিয়ে কোনও রকম ঝুঁকি নিয়ে চাইনি ইসরো। প্রথম থেকেই অত্যন্ত সতর্ক হয়ে এই অভিযান শুরু হয়েছে। বুধবার অবতরণের কথা থাকলেও পরিস্থিতি বুঝে তা পিছিয়ে দেওয়াও হতে পারে। এই অভিযান কোনও ভাবেই ব্যর্থ হোক তা চায় না ইসরো। তাই যতটা সতর্ক হওয়া যায়, ততটাই হচ্ছে তারা। তবে এবার প্রশ্ন, চাঁদে নামার পর চন্দ্রযানের মূল কাজ কী হবে। ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে নেমে ঠিক কোন কাজ করবে? 

চাঁদের দক্ষিণ মেরু জয় রীতিমতো চ্যালেঞ্জের৷ এখনও পর্যন্ত কোনও দেশ চাঁদের এই অংশে অবতীর্ণ হতে পারেনি। চন্দ্রযান ৩ যদি তা পারে সেটাই হবে ইতিহাস। আর আপামর দেশবাসী চাইছে সেই ইতিহাসের সাক্ষী হতে। এবার জানা যাক, সফল অবতরণের পর কী কাজ হবে চন্দ্রযান ৩-এর। প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুতে নেমে চন্দ্রযান-৩ গবেষণার জন্য নানা তথ্য সংগ্রহ করবে ১৪ দিন ধরে। মূলত দক্ষিণ মেরুতে জল আছে কি না, বা সেই জায়গা মানুষের বসবাসের যোগ্য কি না, তা খতিয়ে দেখবে চন্দ্রযান ৩। ‘বিক্রম’ চাঁদের মাটি ছোঁয়ার পর খুলে যাবে দরজা। সেই দরজা দিয়ে বেরিয়ে আসবে চন্দ্রযান ৩-এর রোভার ‘প্রজ্ঞান’। এরপর সেটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে বেরিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

যদিও এই মুহূর্তে ইসরো জানিয়েছে, নির্ধারিত দিনে তারা চন্দ্রযানের ল্যান্ডিং আশা করলেও ল্যান্ডার মডিউলে কোনও রকম সমস্যা দেখা দিলে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আগামী ২৭ তারিখ এর অবতরণ হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা বুধবার অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের ঠিক দু’ঘণ্টা আগে নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =