নয়াদিল্লি: ভোটের আগে ফের উঠল নাগরিকপঞ্জী ইস্যু৷ নাগরিকপঞ্জীতে নাম না থাকা ভোটারদের অবস্থান জানতে কমিশনের কাছে রিপোর্ট চাইল দেশের শীর্ষ আদালত৷ নাগরিকপঞ্জীতে নাম নেই৷ অথচ ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের ভাগ্য নির্ধারন নিয়ে আজ মামলায় গুরুপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷
এদিন মামলার শুনানিতে অসমের নাগরিকপঞ্জীতে নাম না থাকা ভোটারদের কী হবে? এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট৷ আগামী ২৮ মার্চের মধ্যে বিস্তারিত জানাতে নির্দেশ নির্বাচন কমিশনকে৷ জানাতে হবে ভোটার তালিকার বিস্তারিত তথ্য৷
Supreme Court asks the Election Commission to clarify about the action to be taken regarding the names reflecting in the electoral roll but not in the Assam NRC to be published on July 31. pic.twitter.com/kQ8DI8VW9f
— ANI (@ANI) March 12, 2019
৩০ জুলাই, ২০১৮- অসমের চূড়ান্ত নাগরিক পঞ্জীকরণ খসড়া প্রকাশ করা হয়েছে। এই খসড়া প্রকাশের ফলে ৪০লাখ মানুষ ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে। এনআরসির অংশ হওয়ার দাবি জানিয়ে আবেদন করেছিলেন, ৩.২৯ কোটি মানুষ। খসড়ায় রয়েছে ২.৮৯ কোটির নাম। এর অর্থ প্রায় ৪০ থেকে ৪১ লাখ অসমীয়া আর ভারতীয় নন। এই নিয়ে অসমে অশান্তির ঝড় বয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এর ফলে অসম থেকে বাঙালি খেঁদানো হবে। ফলে এই প্রক্রিয়া রুখে দিতে গর্জে ওঠেন তিনি। অন্যান্য বিরোধী দলগুলিও এই নিয়ে সরব।