অযোধ্যায় মসজিদ করে কী হবে? হোক স্কুল, দাবি সেলিম খানের

নয়াদিল্লি: টানা ৪০ দিনের শুনানি দেশে ২৫০ বছরের পুরানো বিতর্কের সমধান করে সুপ্রিম রায় ঘোষণা রেছে দেশের শীর্ষ আদালত৷ চিহ্নিত হয়েছে বিতর্কিত জমি৷ ২.৭৭ একর জমি রামলালাকে দিয়ে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় ৫ একর জমিতে মসজিদ নির্মাণের জন্য জমি দিতে বলেছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করা ৫ একর জমিতে কী করা উচিত? তা সাফ

অযোধ্যায় মসজিদ করে কী হবে? হোক স্কুল, দাবি সেলিম খানের

নয়াদিল্লি: টানা ৪০ দিনের শুনানি দেশে ২৫০ বছরের পুরানো বিতর্কের সমধান করে সুপ্রিম রায় ঘোষণা রেছে দেশের শীর্ষ আদালত৷ চিহ্নিত হয়েছে বিতর্কিত জমি৷ ২.৭৭ একর জমি রামলালাকে দিয়ে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় ৫ একর জমিতে মসজিদ নির্মাণের জন্য জমি দিতে বলেছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করা ৫ একর জমিতে কী করা উচিত? তা সাফ জানিয়ে দিলেন সেলিম খান৷

সংবাদমাধ্যমে প্রযোজক সেলিম খান জানিয়েছে, ওই ৫ একরে উপর মসজিদ নয়, তৈরি করা হোক স্কুল৷ বলেন, আমাদের দেশের মুসলমানদের মসজিদ নয়, সবার আগে প্রয়োজন স্কুল৷ শনিবার অযোধ্যার মামলায় বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের ছাড়পত্র দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায়কে স্বাগত জানিয়ে সলমনের বাবা সেলিম খান বলেন, প্রফেট মহম্মদ ইসলামে ভালোবাসা ও ক্ষমা কথা বলেছিলেন৷ সেই উক্ত দু’টি মনে রেখে মুসলমানদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত৷

কিন্তু, শীর্ষ আদালতের নির্দিষ্ট করে দেওয়া জমিতে কেন স্কুল চান তিনি? জবাবে বলেন, নামাজ তো আমরা যেকোনও জায়গায় পড়ে নিতে পারি৷ কিন্তু ভালো স্কুল সব জায়গায় পাওয়া যায় কি? ২২ কোটি মুসলমান ভালো শিক্ষা পেলে দেশের বহু সমস্যা সমাধান হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *