আগামী এক বছরে কেমন থাকবে দেশের আর্থিক অবস্থা? আগাম ঘোষণা নির্মলার

আগামী এক বছরে কেমন থাকবে দেশের আর্থিক অবস্থা? আগাম ঘোষণা নির্মলার

4ee17af6dd3713c7c09721f09772cd46

নয়াদিল্লি: দেশের আর্থিক পরিস্থিতি ভালো হচ্ছে৷ তাই এক বছরের মধ্যে দেশের আর্থিক বৃদ্ধি এক লাফে ৫ শতাংশ বেড়ে ১০ শতাংশে গিয়ে পোঁছতে পারে৷ শনিবার লোকসভায় বাজেট পেশের সময় এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

শুক্রবার সংসদে পেশ হয়েছে আর্থিক সমীক্ষার রিপোর্ট৷ সেখানে বলা হয়েছে, চলতি ২০১৯-২০ অর্থবর্ষে দেশের জিডিপি থাকবে ৫ শতাংশ৷ গতকাল পেশ হওয়া কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এই রিপোর্টে  আরও বলা হয়েছে আগামী অর্থবর্ষে (২০২০-২১)  তা বেড়ে হতে পারে ৬.৫ শতাংশ৷ আইএমএফ যদিও বলছে আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি ৫.৮ শতাংশ হতে পারে৷ কিন্তু কোন যাদু বলে এক বছরে দেশের আর্থিক বৃদ্ধি ৫ থেকে বেড়ে ৬.৫ শতাংশ হবে তা শুক্রবার বলতে পারেনি সরকার৷ 

আর শনিবার বাজেট পেশের সময় বোমা ফাটালেন নির্মলা সীতারমণ,বললেন সব দেখেশুনে মনে হচ্ছে আগামী অর্থবর্ষে দেশের জিডিপি হবে ১০ শতাংশ৷ মানে এক বছরে এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে যাবে দেশের আর্থিক বৃদ্ধি৷  নির্মলার এই ঘোষণার পরই, প্রশ্ন উঠতে শুরু করেছে৷ প্রশ্ন উঠছে, শুক্রবারের আর্থিক সমীক্ষা রিপোর্ট আর শনিবারের বাজেট৷ পরপর দুদিন দেশের আর্থিক বৃদ্ধি নিতে দু রকম দাবি করা হচ্ছে খোদ অর্থ মন্ত্রক থেকেই৷ এটা কী করে সম্ভব৷   দেশে আর্থিক মন্দার আবহে যখন ৫ শতাংশের বৃদ্ধি ছুঁতে হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদী সরকার, বাড়ছে বেকারত্বের হার, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, ওঠানামা করছে শিল্পোৎপাদন৷ তখন কোন  যুক্তিতে নির্মলা এই দাবি করলেন সেই প্রশ্ন উঠছে৷ এদিনের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী অর্থবর্ষে পরিকল্পিত খাতে প্রায় ২৬ লক্ষ কোটি টাকা খরচ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *