পুলওয়ামায় জঙ্গির দিন কী করছিলেন মোদি? জানালেন সুরজেওয়ালা

নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হানার পরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, তাঁরা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চান না। তাঁর দল সরকারের পাশেই আছে। কিন্তু হামলার পরে এক সপ্তাহ কাটতেই কংগ্রেস অভিযোগ তুলল, যেদিন আত্মঘাতী বিস্ফোরণে ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হন, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেট ন্যাশনাল পার্কে ছিলেন। একটি তথ্যচিত্রের জন্য শুটিং করছিলেন তিনি। জঙ্গি

পুলওয়ামায় জঙ্গির দিন কী করছিলেন মোদি? জানালেন সুরজেওয়ালা

নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হানার পরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, তাঁরা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চান না। তাঁর দল সরকারের পাশেই আছে। কিন্তু হামলার পরে এক সপ্তাহ কাটতেই কংগ্রেস অভিযোগ তুলল, যেদিন আত্মঘাতী বিস্ফোরণে ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হন, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেট ন্যাশনাল পার্কে ছিলেন। একটি তথ্যচিত্রের জন্য শুটিং করছিলেন তিনি। জঙ্গি হানার খবর পেয়েও তিনি শুটিং চালিয়ে গিয়েছেন।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, তিনটে বেজে ১০ মিনিটে পুলওয়ামায় জঙ্গি হানা ঘটে। কিন্তু আমাদের কাছে খবর আছে, প্রধানমন্ত্রী ৬ টা বেজে ৪০ মিনিট পর্যন্ত শুটিং চালিয়ে গিয়েছেন। সারা দেশ যখন জওয়ানদের মৃত্যুতে শোকাহত, তখন প্রধানমন্ত্রী শুটিং করতে ব্যস্ত। সুরজেওয়ালার প্রশ্ন, বিশ্বে কি এমন আর একজনও প্রধানমন্ত্রী আছেন? গুজরাতে দাঙ্গার সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন। সেই কথাটি ব্যবহার করে সুরজেওয়ালা বলেন, মোদী রাজধর্ম বিস্মৃত হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =