কলকাতা: আয়ুষ্মান ভারত যোজনা থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে নাম না করে রাজ্য সরকারকে বার্তা দিলেন নরেন্দ্র মোদি৷ শনিবার রাজধানীতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে কেন্দ্র-রাজ্যের সংঘাত প্রসঙ্গ তুলে নয়া বার্তা দিলেন নমো৷ নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদি৷ বলেন, ‘‘আচ্ছা, বলুন তো, কোন প্রকল্পের আগে আমার নাম আছে? আয়ুষ্মান ভারত যোজনার আগে মোদির নাম আছে? উজ্জ্বলা যোজনার আগে মোদির নাম আছে? কিন্তু, এখন অনেকেই বলছেন, আমি নাকি নিজের নামে প্রকল্পের নাম করেছি৷ কেন্দ্রে নাকি টাকা দেয় না৷ কিন্তু, আমি জানতে চাই, কেন্দ্রের টাকায় রাজ্যের নামে কটা প্রকল্প চলছে৷’’
বৃহস্পতিবার কৃষ্ণনগরের সরকারি সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় রাজ্য সরকার এক টাকাও খরচ করবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়ে সরকারি ভাবে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মলয়কুমার দে৷ চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় জন্য ৪০ শতাংশ টাকা খরচ করতে পারবে না রাজ্য সরকার৷ সভামঞ্চ থেকে অভিযোগ করে বলেন, ‘‘আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় লোগো আমি দেখেছি৷ বিজেপির প্রতীক প্রকল্পের মধ্যে দেওয়া হচ্ছে৷ এর আমরা প্রতিবাদ জানাই৷’’