জানেন কোন ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী?

জানেন কোন ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী?

নয়াদিল্লি:  আচ্ছা বলতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ফোন ব্যবহার করেন? অনেকেই হয়তো বলবেন আইফোন৷ কারণ আইফোন দিয়ে অনেকেই তাঁকে নিজস্বী তুলতে দেখেছেন৷ কিন্তু ভালো করে দেখেছেন কি, তাঁর হাতে এক এক সময় এক এক রকমের ফোন দেখা গিয়েছে৷ সবকটিই যদিও আইফোন৷ তবে মডেল ভিন্ন৷ 

আরও পড়ুন- দৈনিক আক্রান্ত, মৃত্যু দুইই কমল দেশে, টিকায় আরও জোর

এই সকল ছবি দেখার পর অনেকেই নিশ্চিত প্রধানমন্ত্রী আইফোনই ব্যবহার করে থাকেন৷ বলে রাখা ভালো সেটা কিন্তু নয়৷ তাঁর হাতে আইফোন দেখা গেলেও তিনি তা ব্যবহার করেন না৷ অন্য কোনও স্মার্ট ফোনও নয়৷ তাহলে প্রধানমন্ত্রী কী ফোন ব্যবহার করেন? আসলে বলে রাখা ভালো নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন না৷ একজন রাষ্ট্রপ্রধান হওয়ায় তাঁর নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত কড়া৷ তা বলে ভাববেন না প্রধানমন্ত্রীর কোনও ফোন নেই৷ উনি যে ফোন ব্যবহার করেন, তাতে বিশেষ সফটওয়্যার রয়েছে৷ বিশেষ ভাবে সেই ফোন তৈরি করা হয়৷ 

স্যাটেলাইট বা রেস্ট্রিকটেড এরিয়া এক্সচেঞ্জ (আরএএক্স) ফোন ব্যবহার করে থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতো বিশিষ্ট ব্যক্তিদের জন্য এই ধরনের বিশেষ ফোন তৈরি করা হয়ে থাকে। এই ফোনগুলি কোনও ভাবেই হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়। সেনাবাহিনী বার্তা আদানপ্রদানের জন্য যে তরঙ্গ ব্যবহার করে থাকে,  একমাত্র সেই তরঙ্গেই এই ফোন কাজ করে খাকে। এই ফোনের উপর সর্বদা নজরদারি চালায় এনটিআরও এবং ডেইটি নামের দুটি নিরাপত্তা সংস্থা৷ পাশাপাশি প্রধানমন্ত্রী পিএমও থেকে যে স্যাটেলাইট ফোন নম্বর ব্যবহার করেন, সেটিও ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া। তবে অন্যান্য যাবতীয় ক্ষেত্রে কথাবার্তার জন্য নিজের প্রিন্সিপাল সেক্রেটারির ফোন নম্বরই ব্যবহার করে থাকেন নরেন্দ্র মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =