Aajbikel

বিজেপির ফল খারাপ হলে দায়ী থাকবে কোন ইস্যু?

আজ বিকেল: ক্ষমতায় টিকে থাকতে সবথেকে বেশি টাকার খেলা চলে ভোটের সময়। রাজনৈতিক দলগুলি জেতার লক্ষ্যে এতটাই দুর্দমনীয় থাকে যে জলের দরে টাকা বিলিয়ে যায়, তা ভোট কিনতে হোক বা সমর্থন। একবার ক্ষমতার ব্যাটন হাতে এলে তো আগামী পাঁচবছর গণতান্ত্রিক পরিকাঠামোয় মালামাল হওয়ার সুযোগ থেকেই যাচ্ছে। পুলওয়ামা কাণ্ডের পর বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক, মমতাকে প্যাঁচে ফেলতে
 | 
বিজেপির ফল খারাপ হলে দায়ী থাকবে কোন ইস্যু?

আজ বিকেল: ক্ষমতায় টিকে থাকতে সবথেকে বেশি টাকার খেলা চলে ভোটের সময়। রাজনৈতিক দলগুলি জেতার লক্ষ্যে এতটাই দুর্দমনীয় থাকে যে জলের দরে টাকা বিলিয়ে যায়, তা ভোট কিনতে হোক বা সমর্থন। একবার ক্ষমতার ব্যাটন হাতে এলে তো আগামী পাঁচবছর গণতান্ত্রিক পরিকাঠামোয় মালামাল হওয়ার সুযোগ থেকেই যাচ্ছে।

পুলওয়ামা কাণ্ডের পর বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক, মমতাকে প্যাঁচে ফেলতে রাজীব কুমারকে দিল্লি নিয়ে যাওয়া, রাহুল গান্ধীকে পূর্বতন ইউপিএ সরকারের কপ্টার কেলেঙ্কারিতে ফাঁসিয়ে রাফাল দুর্নীতির তদন্তে ধামাচাপা দেওয়া, একই সময়ে মনোহর পার্রিকরের মৃত্যু, এরপরেও যদি গেরুয়া শিবিরের জয় অধরাই থেকে যায় তাহলে কোন ইস্যু দায়ী থাকবে? জানান আপনার মতামত৷ আপনার দেওয়া মতামত প্রকাশিত হবে AajBikel.com-এ৷

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

Around The Web

Trending News

You May like