ন্যাজাল ভ্যাকসিনের দাম কত? জানুয়ারি থেকেই শুরু টিকাকরণ

ন্যাজাল ভ্যাকসিনের দাম কত? জানুয়ারি থেকেই শুরু টিকাকরণ

নয়াদিল্লি: চিনের কোভিড পরিস্থিতির দিকে তাকিয়ে দেশে ফের নতুন করে করোনা পরীক্ষা এবং টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জনসাধারণকে বুস্টার টিকা নিতে অনুরোধ জানিয়েছেন। এই আবহে দেশে মান্যতা পেয়েছে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন। এতদিন অবশ্য তার দাম কী হতে চলেছে তা জানা যায়নি। এবার জানা গেল।

আরও পড়ুন: আচমকা কেন কোভিড বাড়ছে চিনে?

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ অনুযায়ী কোভিড রোধে বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল টিকা দেওয়া হবে দেশের প্রাপ্ত বয়স্কদের। আর এই টিকার দাম সরকারি হাসপাতালে হতে চলেছে ৩২৫ টাকা এবং বেসরকারি হাসপাতালে সেই টিকা বিক্রি হবে ৮০০ টাকায়। এদিকে সব রাজ্য সরকারও ভারত বায়োটেকের থেকে এই টিকা ৩২৫ টাকা দরে কিনতে পারবে। এও খবর, আগামী জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ থেকে এই টিকা দেওয়া শুরু হবে দেশে। কেন্দ্র আগেই জানিয়েছিল, শীঘ্রই কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। আর এই টিকায় কোনও সূঁচের ব্যবহার থাকবে না।   

অন্যদিকে করোনা নিয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সকলেই মাস্ক পরার অনুরোধ করেছেন দেশবাসীকে। জানিয়েছেন, করোনা এখনও শেষ হয়নি, তাই সতর্ক থাকতে হবে। এই প্রেক্ষিতেই অনেকেই মনে করেছিলেন যে, মাস্ক হয়তো বাধ্যতামূলক হচ্ছে। কিন্তু এমনটা নয়। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, আপাতত মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =