পুজোর মরশুমে কত হল রান্নার গ্যাসের দাম? জানুন বিস্তারিত

পুজোর মরশুমে কত হল রান্নার গ্যাসের দাম? জানুন বিস্তারিত

নয়াদিল্লি: উৎসবের মরশুমে মধ্যবিত্তের জন্য সুখবর৷ আপাতত বাড়ছে না রান্নার গ্যাসের দাম৷ জুন ও জুলাই মাসে সামান্য বেড়েছিল এলপিজি গ্যাসের দাম৷ তবে অক্টোবর মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হল৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডাটা অনুযায়ী, ১ অক্টোবর থেকে দিল্লি এবং মুম্বইয়ে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন গ্যাসের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে৷ কলকাতায় দাম হবে ৬২০ টাকা ৫০ পয়সা৷ অন্যান্য শহরেও গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে৷ তবে রিফিল কিনলে গ্রাহকরা কত টাকা ভর্তুকি বাবদ পাবেন, তা বুধবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়নি। 

আরও পড়ুন- গণধর্ষণের লজ্জা ঢাকতে তৎপর যোগীর পুলিশ! ক্ষুব্ধ মমতা, রাহুল-প্রিয়াঙ্কার সফর রুখে ১৪৪ ধারা

এদিকে, ১৯ কেজি সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে৷ দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৩২ টাকা৷ ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে৷ ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১,১৩৩ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১,১৬৬ টাকা হয়েছে৷ কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,১৯৬ টাকা বেড়ে ১,২২০ টাকা হয়েছে ৷ প্রতি সিলিন্ডারে ২৪ টাকা দাম বেড়েছে৷ মু্ম্বইয়ে ১৯ কেজি রান্নার গ্যাস ১,০৮৯ টাকা থেকে বেড়ে ১,১১৩ টাকা ৫০ পয়সা হয়েছে৷ দাম বেড়েছে ২৪ টাকা ৫০ পয়সা৷ চেন্নাইয়ে ১৯ কিলোগ্রাম এলপিজি গ্যাসের দাম ১২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১,২৭৬ টাকা৷

আরও পড়ুন- কৃষি বিলের বিরুদ্ধে এবার কংগ্রেসের ‘কিষাণ যাত্রা’, আসরে নামছেন খোদ রাহুল

 
বর্তমানে প্রতি মাসে রান্নার গ্যাসের দাম স্থির করে তেল কোম্পানিগুলি। যদিও গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারের প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ থাকে। ২০১০ সালের জুন মাসে পেট্রলের দাম সরকারি নিয়ন্ত্রণমুক্ত করে ইউপিএ সরকার। এর পর এনডিএ ক্ষমতায় আসার পর ডেজেলের দাম নিয়ন্ত্রণের ভার বাজারের উপর ছাড়ে৷ গ্যাসের দামও বিনিয়ন্ত্রণের পথে হাঁটতে চাইছে মোদী সরকার। সরকারের যুক্তি, এর ফলে বিদেশি লগ্নি বাড়বে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + nineteen =