আজ কী মেনু থাকছে মোদির শপথ অনুষ্ঠানে? শেষ পাত জমাবে বাংলা

নয়াদিল্লি : আজ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি ভবনে বিশাল আয়োজন করা হয়েছে, তাতে থাকছে বাংলার রাজভোগ৷ মোদির শপথ অনুষ্ঠানের মেনুতে থাকছে ভারতীয় ও বিদেশি খাবারের সংমিশ্রণ৷ থাকছে সমোসা৷ থাকছে স্যান্ডউইচ৷ কমলালেবুর দই লেমন টার্ট৷ পাশেই থাকবে বাংলার রাজভোগ৷ আমিষ-নিরামিষ দু’রকমের পদই থাকছে৷ থাকছে রাষ্ট্রপতি ভবনের স্পেশাল দাল রাইসিনা৷ এি ডাল রাঁধতে

আজ কী মেনু থাকছে মোদির শপথ অনুষ্ঠানে? শেষ পাত জমাবে বাংলা

নয়াদিল্লি : আজ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি ভবনে বিশাল আয়োজন করা হয়েছে, তাতে থাকছে বাংলার রাজভোগ৷ মোদির শপথ অনুষ্ঠানের মেনুতে থাকছে ভারতীয় ও বিদেশি খাবারের সংমিশ্রণ৷

থাকছে সমোসা৷ থাকছে স্যান্ডউইচ৷ কমলালেবুর দই লেমন টার্ট৷ পাশেই থাকবে বাংলার রাজভোগ৷ আমিষ-নিরামিষ দু’রকমের পদই থাকছে৷ থাকছে রাষ্ট্রপতি ভবনের স্পেশাল দাল রাইসিনা৷ এি ডাল রাঁধতে সময় লাগে ৪৮ ঘণ্টা। তা দিয়ে আজ জমবে আসর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =