কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল কংগ্রেস৷ জানালেন বিজেপরি সর্বভারতীয় কার্যকরী কমিটির সদস্য মুকুল রায়৷ উল্লেখ করা যেতে পারে একই প্রশ্ন লোকসভা নির্বাচনের আগেই করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
যদিও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে – এই বিলের বিরোধীতা করা হবে৷ উল্লেখ করা যেতে পারে, নাগরিকত্ব সংশোধনী বিলের সঙ্গে বাংলায় এনআরসি হবে কী হবে না, তার সরাসরি সম্পর্ক রয়েছে৷ কারণ, বিজেপির প্রথম সারির নেতারা বলে গিয়েছেন নাগরিকত্ব সংশোধনী বিল পাশ পরে তবেই এই রাজ্যে এনআরসি হবে৷ সেক্ষেত্রে বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান জরুরি৷
যা খবর, শুক্রবারই সংসদে এই বিল পেশ হতে পারে৷ সিলেক্ট কমিটি ঘুরে এই বিল সংসদে আসবে৷ মুকুল এদিন বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তৃণমূল তার অবস্থান পরিষ্কার করুক৷ এই বিল লোকসভায় পাশ হয়েছে৷ সিলেক্ট কমিটিতি গিয়েছে৷ কিন্তু রাজ্যসভায় পাশ হওয়ার আগেই লোকসভা মেয়াদ শেষ হয়৷ এই কারণেই সংসদের দুটি কক্ষেই এই বিল আলোচনা করতে হবে৷ মুকুলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুই তো ঘোলা ঘোলা৷ উনি পরিষ্কার বলুন, এই বিল নিয়ে তার পার্টির অবস্থান কী৷
৩১ ডিসেম্বর, ২০১৪ সাল হল অন্তিম তারিখ৷ ওই দিনের আগে যারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন৷ তবে শুধু ওই সব দেশের ধর্মীয় সংখ্যালঘুরাই পাবেন অর্থাত, হিন্দু, পার্শী, বৌদ্ধ, জৈন এবং খৃষ্টান৷ মুসলমানরা পাবেন না৷ যদিও অনেকেই বলেছেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া যায় না৷