চিটফান্ড তদন্তে কী ব্যবস্থা দিচ্ছে কেন্দ্র? সংসদে জানালেন মন্ত্রী

নয়াদিল্লি: লোকসভা ভোট মিটতেই রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই৷ ইডি রাজ্যের বিভিন্ন জায়গায় গত জুন মাস থেকে দফায় দফায় হানা দিয়েছে সিবিআই থেকে ইডি৷ আর্থিক কেলেঙ্কারির মূলের সন্ধানে তদন্তকারী সংস্থা ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে৷ এই নিয়ে রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও সুকান্ত মজুমদার সংসদের চিটফান্ড তদন্তের অগ্রগতি বিষয়ে প্রশ্ন তোলেন৷ উত্তরে অর্থমন্ত্রী অনুরাগ সিং

চিটফান্ড তদন্তে কী ব্যবস্থা দিচ্ছে কেন্দ্র? সংসদে জানালেন মন্ত্রী

নয়াদিল্লি: লোকসভা ভোট মিটতেই রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই৷ ইডি রাজ্যের বিভিন্ন জায়গায় গত জুন মাস থেকে দফায় দফায় হানা দিয়েছে সিবিআই থেকে ইডি৷ আর্থিক কেলেঙ্কারির মূলের সন্ধানে তদন্তকারী সংস্থা ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে৷ এই নিয়ে রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও সুকান্ত মজুমদার সংসদের চিটফান্ড তদন্তের অগ্রগতি বিষয়ে প্রশ্ন তোলেন৷ উত্তরে অর্থমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর৷

সংসদে মন্ত্রী জানান, রাজ্যের চিটফান্ড সংক্রান্ত ১১৫টি মামলা হলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপাতত ২৭ মামলার তদন্ত করছে৷ গত ৩১ মার্চ সিবিআই জানিয়েছে, মোট ১ হাজার ২৮৮টি বেআইনি আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে এমএলসিসি মিটিংয়ে আলোচনা করেছে৷ সেগুলি ধীরে ধীরে তদন্ত করা হবে৷

লোকসভা ভোটের আগে অমিত শাহ রাজ্যে এসে বলেছিলেন, ক্ষমতায় এসে ৯০ দিনের মধ্যে চিটফান্ড সমস্যার সমাধান করবে বিজেপি সরকার৷ এবার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষের কষ্টার্জিত টাকা ফেরতের জন্য কতটা উদ্যোগ নেন, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =