কুম্ভমেলায় যোগীর বরাদ্দ কত? দেখুন

তিয়াষা গুপ্ত: কুম্ভমেলার পরিকাঠামো নির্মাণে যোগী সরকারের বরাদ্দ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ২০১৯ সালের কুম্ভমেলার জন্য উত্তর প্রদেশ সরকার বরাদ্দ করেছে ৪৩০০ কোটি টাকা। না, একোনো জনকল্যাণমূলক প্রকল্প নয়। নিছক ধর্মীয় মেলার পরিকাঠামো নির্মাণে সরকারের এই ব্যায় বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার ছবি বিভিন্ন সময়ে সামনে এসেছে।

কুম্ভমেলায় যোগীর বরাদ্দ কত? দেখুন

তিয়াষা গুপ্ত: কুম্ভমেলার পরিকাঠামো নির্মাণে যোগী সরকারের বরাদ্দ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ২০১৯ সালের কুম্ভমেলার জন্য উত্তর প্রদেশ সরকার বরাদ্দ করেছে ৪৩০০ কোটি টাকা। না, একোনো জনকল্যাণমূলক প্রকল্প নয়। নিছক ধর্মীয় মেলার পরিকাঠামো নির্মাণে সরকারের এই ব্যায় বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার ছবি বিভিন্ন সময়ে সামনে এসেছে। শিশুমৃত্যু ঘটেছে অবিরাম।

বিজেপি উন্নয়নের কথা বললেও হিন্দুত্ব তাঁদের মজ্জায়। তাই ধর্মীয় মেলা, পুজো অর্চণা, খোল, করতাল, সাধু-সন্ত – এসবের পেছনে বিজেপি সরকার যে ব্যায় করবে সেটাই স্বাভাবিক। এই বছর কুম্ভমেলা শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। প্রস্তুতি চলছে জোরকদমে। তাই এত খরচের বহর। আবগারি মন্ত্রী জয় প্রতাপ সিং একথা জানিয়েছেন।

কুম্ভমেলায় ২০ লাখ ভক্তসমাগম হবে বলে মনে করা হচ্ছে। একে ধর্মীয় পর্যটন হিসেবে গড়ে তুলতে মরিয়া যোগী। আদিত্যনাথের মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরতে চেষ্টা চালাচ্ছে যোগী সরকার। যোগাযোগ ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এছাড়া মেলায় বহু মানুষের সমাগম হবে, তাই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। মেলার পরিকাঠামো উন্নয়নের অঙ্গ হিসেবে বসানো হবে ৪০০০ এলইডি লাইট। পুলিশের বিভিন্ন যোগ্যতার মধ্যে অন্যতম নিরামিষাশী হওয়া বাধ্যতা মূলক। অক্টোবর মাস থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ শুরু হয়েছে। ১০ হাজারের বেশি পুলিশ কর্মী ও আধাসমরিক বাহিনী উপস্থিত থাকবে কুম্ভমেলায়। বিভিন্ন পদের পুলিশের জন্য বয়স সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =