বাংলার পর কেরলে কী অবস্থা বামেদের?

নয়াদিল্লি: লোকসভায় নির্বাচনে কার্যত ধুলিসাৎ সিপিএম৷ বাংলায় খাতায় খুলতে পারেনি বামেরা৷ এমনকী যে কেরল এতদিন কিছুটা আশার আলো জ্বালিয়ে রেখেছিল সিপিএম, সেই দক্ষিণী রাজ্যেও লোকসভায় কার্যত নিশ্চিহ্ন৷ এবারের ফলাফল ‘বড় ধাক্কা’ বলে স্বীকার করে নিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট, এককালের ‘বাম দুর্গ’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও সম্পূর্ণভাবে অস্তিত্বহীন হয়ে

বাংলার পর কেরলে কী অবস্থা বামেদের?

নয়াদিল্লি: লোকসভায় নির্বাচনে কার্যত ধুলিসাৎ সিপিএম৷ বাংলায় খাতায় খুলতে পারেনি বামেরা৷ এমনকী যে কেরল এতদিন কিছুটা আশার আলো জ্বালিয়ে রেখেছিল সিপিএম, সেই দক্ষিণী রাজ্যেও লোকসভায় কার্যত নিশ্চিহ্ন৷ এবারের ফলাফল ‘বড় ধাক্কা’ বলে স্বীকার করে নিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট, এককালের ‘বাম দুর্গ’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতেও সম্পূর্ণভাবে অস্তিত্বহীন হয়ে পড়ল সিপিএম তথা বামেরা। উল্লিখিত দুটি রাজ্যেই গতবারের জেতা দুটি আসন ধরে রাখতে ব্যর্থ সিপিএম। কেরলেও গতবারের থেকে আসন সংখ্যা লক্ষণীয়ভাবে কমেছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোটের। বাম রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নেতৃত্বের বদল ঘটিয়ে দলের রাজনৈতিক কৌশলগত লাইনে পরিবর্তন না আনা পর্যন্ত সিপিএমের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। বরং লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়তে পারলে ফল কিছুটা অন্যরকম হতে পারত বলে সিপিএমের একটি বড় অংশের মত। এমনিতেই সাংগঠনিক দুর্বলতার কারণে এবারের লোকসভা নির্বাচনে মোট ৫৪২টি আসনের মধ্যে মাত্র ৭১টিতে প্রার্থী দিতে পেরেছে সিপিএম। এদিন সন্ধ্যা পর্যন্ত যা ফলাফল পাওয়া গিয়েছে, তাতে সিপিএম সারা দেশে মাত্র তিনটি আসনে জয়ী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fourteen =