কী হলে ভোটের ফল? বৈঠক ডাকলেন সোনিয়া

নয়াদিল্লি : নির্বাচনের ফলপ্রকাশের দিনই বিরোধী নেতাদের বৈঠকে ডাকলেন সোনিয়া গান্ধি। ২৩ তারিখের সেই বৈঠকে থাকবেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। এবারের নির্বাচনী প্রচারে সেভাবে নামেননি সোনিয়া। জানা গিয়েছে, তিনি নীরবে জোট বাঁধার কাজ চালিয়ে যাচ্ছেন। পূর্বাভাসমতো, এবার কেউই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাচ্ছে না। সেজন্য সোনিয়া কমলনাথকে বিরোধী নেতাদের সঙ্গে যোগযোগ করার দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যেই বিজেডির

কী হলে ভোটের ফল? বৈঠক ডাকলেন সোনিয়া

নয়াদিল্লি : নির্বাচনের ফলপ্রকাশের দিনই বিরোধী নেতাদের বৈঠকে ডাকলেন সোনিয়া গান্ধি। ২৩ তারিখের সেই বৈঠকে থাকবেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। এবারের নির্বাচনী প্রচারে সেভাবে নামেননি সোনিয়া।

জানা গিয়েছে, তিনি নীরবে জোট বাঁধার কাজ চালিয়ে যাচ্ছেন। পূর্বাভাসমতো, এবার কেউই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাচ্ছে না। সেজন্য সোনিয়া কমলনাথকে বিরোধী নেতাদের সঙ্গে যোগযোগ করার দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যেই বিজেডির নবীন পট্টনায়েক, ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা বলার দায়িত্ব তাঁর। ঘরোয়াভাবে সেই বার্তালাপ শুরুও হয়ে গিয়েছে। এর আগে ২১ তারিখেই বৈঠকের ডাক দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। তাতে আপত্তি ছিল মমতা, মায়াবতীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =