যোগাযোগ বিচ্ছিন্ন হলে কেমন লাগে? ইসরো প্রধানকে কাশ্মীরি যুবকের চিঠি

নয়াদিল্লি: চাঁদের বুকে নামার কয়েক মুহূর্ত আগেই নিখোঁজ ল্যান্ডার বিক্রম৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল ল্যান্ডার বিক্রমের খোঁজ৷ অরবিটালকে কাজে লাগিয়ে ল্যান্ডার বিক্রমের সন্ধান পাওয়া মাত্র নাওয়া-খাওয়া ভুলে যোগাযোগ ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা৷ ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগকে হাতিয়ার করে এবার ইসরোর প্রধান কে শিবানকে চিঠি লিখলেন কাশ্মীরি যুবক৷ ফাইজান বুখারি নামের এক যুবক ইসরোর প্রধানকে

যোগাযোগ বিচ্ছিন্ন হলে কেমন লাগে? ইসরো প্রধানকে কাশ্মীরি যুবকের চিঠি

নয়াদিল্লি: চাঁদের বুকে নামার কয়েক মুহূর্ত আগেই নিখোঁজ ল্যান্ডার বিক্রম৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল ল্যান্ডার বিক্রমের খোঁজ৷ অরবিটালকে কাজে লাগিয়ে ল্যান্ডার বিক্রমের সন্ধান পাওয়া মাত্র নাওয়া-খাওয়া ভুলে যোগাযোগ ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা৷ ইসরোর সঙ্গে বিক্রমের যোগাযোগকে হাতিয়ার করে এবার ইসরোর প্রধান কে শিবানকে চিঠি লিখলেন কাশ্মীরি যুবক৷

ফাইজান বুখারি নামের এক যুবক ইসরোর প্রধানকে চিঠি লিখে বিক্রমের সঙ্গে যোগাযোগ হারানোর প্রসঙ্গে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলাপের তুলনা টানলেন৷ ইসরোর প্রধানকে চিঠি লিখে ওই যুবক জানিয়েছেন, ‘‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই এই মুহূর্তে গোটা ভূস্বর্গ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে৷ আমার পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছি না৷ আপনারাও যেমন বিক্রমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে যতটা কষ্ট পাচ্ছেন, আমিও ঠিক আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ঠিক ততটাই কষ্ট পাচ্ছি৷’’

পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারার কষ্ট কথা উল্লেখ করার পাশাপাশি ইসরোর বিজ্ঞানীদের অভূতপূর্ব সাফল্যের জন্য কাশ্মীরি যুবক বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে ভোলেননি৷ কাশ্মীরি ওই যুবক জানিয়েছেন, ‘‘ইসরোর এই অনবদ্য সাফল্য গোটা কাশ্মীরকে গর্বিত করে তুলেছে৷ কারণ ভারতবাসী হিসেবে ইসরোর হাত ধরে আমরা চাঁদের কাছাকাছি পৌঁছে গিয়েছি৷ আপনাদের নিয়ে আজ গোটা দেশ গর্বিত৷ আপনাদের এই কৃতিত্ব কারা মেনে নিতে চাইছে না সেটাও আমরা জানি৷ কিন্তু এটা পরিস্কার করে বলতে চাই, ভারতবাসী হিসেবে আমরা গর্বিত৷ তবে আপনারা বিক্রমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে যতটা উদ্বিগ্ন, যতটা কষ্ট পাচ্ছেন৷ আমিও ঠিক ততটাই উদ্বিগ্ন৷ কষ্ট পাচ্ছি৷ এবার আপনিই বলুন, যোগাযোগ করতে না পারলে ঠিক কেমন লাগে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =