সংসদে প্রথম পা রেখে কী কাণ্ড ঘটালেন বাংলার ৩ নায়িকা?

নয়াদিল্লি: ‘আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি’-মনের চোরা গলি নয়, এ তো দেশের ক্ষমতার কেন্দ্রে চওড়া রাজপথ, যার অমোঘ আকর্ষণ এড়াতে পারেন না প্রবীণ বিজ্ঞ রাজনীতিকরাও৷ তাবড় রাজনীতিকের কাছেও বড় সাধের এই আকর্ষণ৷ কিন্তু সাধ আর সাধ্য থাকলেই তো হয় না, প্রয়োজন মানুষের সমর্থন

সংসদে প্রথম পা রেখে কী কাণ্ড ঘটালেন বাংলার ৩ নায়িকা?

নয়াদিল্লি: ‘আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি’-মনের চোরা গলি নয়, এ তো দেশের ক্ষমতার কেন্দ্রে চওড়া রাজপথ, যার অমোঘ আকর্ষণ এড়াতে পারেন না প্রবীণ বিজ্ঞ রাজনীতিকরাও৷ তাবড় রাজনীতিকের কাছেও বড় সাধের এই আকর্ষণ৷ কিন্তু সাধ আর সাধ্য থাকলেই তো হয় না, প্রয়োজন মানুষের সমর্থন আর অবশ্যই ভাগ্য৷ এই তিনটে অপরিহার্য ফ্যাক্টর সঙ্গে নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছেন সংসদের অলিন্দে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে৷

সংসদে প্রথম পা রেখে কী কাণ্ড ঘটালেন বাংলার ৩ নায়িকা?টলি পাড়া থেকে সংসদ ভবন– সুবিশাল দূরত্বটা পেরিয়ে প্রত্যেকেই মুগ্ধ৷ রাজনীতির আদর্শ আলাদা হলেও তাদের মনের খুশি কিন্তু এক৷ সেখানে বাধা মানছে না অপার বিস্ময়৷ এই বিস্ময়ের সাক্ষী মিমি, নুসরত এবং লকেট চট্রোপাধ্যায়কে পাওয়া গেল সোমবার, সংসদ ভবনের সামনে৷

সংসদে প্রথম পা রেখে কী কাণ্ড ঘটালেন বাংলার ৩ নায়িকা?সবাই সংসদ ভবনের সামনে ছবি তুললেন, পোস্টও করলেন সোশাল সাইটে৷ তাদের মুগ্ধতার প্রতিফলন এই ছবিগুলিই৷ টলি তারকা এবং নব নির্বাচিত এই সাংসদরা প্রত্যেকেই ধন্যবাদ দিয়েছেন তাঁদের রাজনৈতিক দল ও নির্বাচকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =