অভিনেতাকে সাক্ষী রেখে বিয়ে সারতে এ কী কাণ্ড করলেন দম্পতি

অভিনেতাকে সাক্ষী রেখে বিয়ে সারতে এ কী কাণ্ড করলেন দম্পতি

Couple

অক্টোবর: প্রিয় অভিনেতার এক ঝলক পেতে কী না করেন ভক্তরা৷  কখনও তাঁরা প্রিম তারকাকে অনুকরণ করেনস কখনও আবার ছবিতে দেখানো স্টান্ট অনুকর করে সাড়া ফেলে দেন৷ কিংবা নকল করেন ডান্স মুভ৷ ডায়লগ আওরানো তো আকছাড়৷ তবে এমন কাণ্ড কস্মিনকালেও কেউ দেখেছেন কিনা জানা নেই৷ এবার এক অভিনব ঘটনা ঘটালেন তামিলনাড়ুর এক যুগল। সিনেমা হলে প্রিয় অভিনেতাকে সাক্ষী রেখে বাগদান সারলেন তাঁরা। শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও এমনটাই ঘটেছে দক্ষিণী রাজ্যে।

প্রিয়  অভিনেতাকে সাক্ষী রেখে নিজেদের জীবন শুরু করার লক্ষে সটান সিনেমা হলে ঢুকে পড়েন ওই দম্পতি৷ সেখানেই সারেন বাগদান৷ বড়পর্দায় সদ্য মুক্তি পেয়েছে বিজয় অভিনীত ছবি ‘লিও’৷ যা ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহ তখন ভিড়ে ঠাসা৷ এরই মধ্যে বিয়ের পোশাকে তামিলনাড়ুর পুডুকোট্টাইয়ের একটি সিনেমা হলে ঢুকে আসেন ভেঙ্কটেশ ও মঞ্জুলা নামের ওই দম্পতি। তার পর বাগদান সেরে ফেললেন তাঁরা৷ ওই যুবক-যুবতীর কাণ্ড দেখে হলের দর্শকেরা৷ তাঁরা অবশ্য প্রশংসাই করেছেন ওই যুবকের। কিন্তু কেন এমনটা করলেন তাঁরা? এ প্রসঙ্গে ভেঙ্কটেশ বলেন, ‘আমি বিজয়ের বড় ভক্ত। আমার বাবা-মা কেউ নেই। বিজয়ই আমার কাছে সব। ওঁকে তো আর সামনে পাব না। তাই পর্দাতেই ওকে সাক্ষী রেখে বাগদান সারতে চেয়েছিলাম। এই দিনটার জন্য আট মাস ধরে অপেক্ষা করেছি। আমারার পেরুমল মন্দিরে বিয়ে করব।’’ হলের ভিতরেই একে ওপরকে আংটি পরিয়ে দেন ভেঙ্কটেশ ও মঞ্জুলা৷ মালা বদলও করেন। যদিও অভিনেতার কাছে তাঁর ভক্তের এই কীর্তির খবর এখনও পৌঁছয়নি। এটা জানার পর বিজয়ের কী প্রতিক্রিয়া দেন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =