নয়াদিল্লি: অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন স্টেটস বা ওআইসির-র সম্মেলন মঞ্চে সন্ত্রাসের প্রসঙ্গ তুললেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের নাম না করে আবু ধাবিতে শুক্রবার তিনি বলেন, সুষমা বলেন, জঙ্গিদের যেসব দেশ অর্থ এবং আশ্রয় দেয়, তাদের মাটিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করার কথা বলতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নানা নাম ও লেবেলে কাজ করে।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। সর্বত্র সন্ত্রাসবাদ ধর্মের বিকৃতি দ্বারা চালিত। ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসবাদ জীবন নষ্ট করছে। অস্থির করছে অঞ্চলগুলিকে, গোটা দুনিয়াকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সন্ত্রাসের থাবা বড় হচ্ছে, তার হাতে মৃত্যুর ঘটনাও বাড়ছে। সুষমা বলেন, ভারতে সাডে় ১৮ কোটি মুসলিম তাঁদের ধর্মপালন করেন। অমুসলিমদের সঙ্গে সহাবস্থান করেন তাঁরা। খুবই সামান্য সংখ্যক মুসলিম উগ্র জঙ্গিবাদের বিষাক্ত প্রচারে প্রভাবিত হন। তিনি বলেন, রাষ্ট্রসংঘের এক-চতুর্থাংশ হল ওআইসি দেশগুলি।
অন্যদিকে, ইসলামি দেশগুলির সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় সেখানে যাননি পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি জানান, এটা তাঁদের নীতিগত সিদ্ধান্ত। ভারতের বিদেশমন্ত্রীকে সম্মানিত অতিথি হিসেবে ডাকায় পাকিস্তান ক্ষুব্ধ। পাক আকাশে ভারতের বিমানহানার পর পাকিস্তান চেষ্টা করেছিল যাতে ভারতের আমন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়। আগে বৃহস্পতিবার কুরেশি বলেছিলেন, ওআইসি তাঁদের ঘরের মতো। তিনি যাবেন, কিন্তু সুষমার সঙ্গে কোনও কথা বলবেন না। এর আগে ১৯৬৯ সালে মরোক্কোয় তাদের সম্মেলনে আমন্ত্রণ জানিয়েও ফিরিয়ে নিয়েছিল ওআইসি।