শাশুড়ি-বৌমার সম্পর্ক টেনে সাংসদদের কী পরামর্শ দিলেন মোদি?

নয়াদিল্লি: বিজেপি সাংসদদের ডাকা দু’দিনের প্রথম বৈঠকেই গুচ্ছ পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি৷ শাশুড়ি-বৌমার সম্পর্ক টেনে দিলেন নতুন সাংসদের বার্তা৷ তবে, নিন্দুকরা অবশ্য বলতে শুরু করেছেন, মোদি মোদি সংসারই করলেন না তিনি কীভাবে বুঝবেন শাশুড়ি-বৌমার সম্পর্ক? বিজেপির সমস্ত সাংসদের ডেকে শনিবার ও রবিবার দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছিলেন মোদি৷ সেই তলবি বৈঠকে সংসদে নিয়মিত ও কার্যকরী

শাশুড়ি-বৌমার সম্পর্ক টেনে সাংসদদের কী পরামর্শ দিলেন মোদি?

নয়াদিল্লি: বিজেপি সাংসদদের ডাকা দু’দিনের প্রথম বৈঠকেই গুচ্ছ পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি৷ শাশুড়ি-বৌমার সম্পর্ক টেনে দিলেন নতুন সাংসদের বার্তা৷ তবে, নিন্দুকরা অবশ্য বলতে শুরু করেছেন, মোদি মোদি সংসারই করলেন না তিনি কীভাবে বুঝবেন শাশুড়ি-বৌমার সম্পর্ক?

বিজেপির সমস্ত সাংসদের ডেকে শনিবার ও রবিবার দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছিলেন মোদি৷ সেই তলবি বৈঠকে সংসদে নিয়মিত ও কার্যকরী ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে শাশুড়ি-বৌমার সম্পর্ক টেনে এনে নতুন সাংসদের বোঝানোর চেষ্টা করেন মোদি৷ নতুন সাংসদদের নিজের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সংযোগের বিষয়টিকে গুরুত্ব দিতে বলে মোদি জানান, নেতা হয়ে যাওয়ার পর জনগণের সঙ্গে কথা না বলা, তাঁদের ফোন না তোলা কখনই সঠিক আচরণ হতে পারে না৷ এদিন দলের নেতাদের মানুষের সঙ্গে বেশ করে কথা বলাও বার্তা দেন৷ কিন্তু, যে মোদি নিজেই জনতার প্রতিক্রিয়া নেন না, করেন না সাংসবাদিক বৈঠক, তিনি কীভাবে এহে পরামর্শ দিচ্ছেন, প্রশ্ন তুলেছে কংগ্রেস শিবির৷

দু’দিনের বৈঠকের প্রথম ভাষণে মোদি আরও জানান, একজন নেতাকে নিজের কাজ ও জনসংযোগ দু’টিকেই সমান ভাবে চালাতে দক্ষ হয়ে ওঠা উচিত৷ দুদিনের বৈঠকের প্রথম দিনে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =