নয়াদিল্লি: তুরস্কে বিয়ের পর্ব মিটিয়ে লোকসভায় সবার শেষে সাংসদ সদস্য হিসাবে শপথ নিলেন বাংলার দুই তারকা সাংসদ৷ বাংলায় শপথ নেওয়ার পরই অধিবেশ কক্ষ থেকে বেরিয়ে যায় মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান৷ এদিন বাংলায় শপথ নেওয়ার পর জয় হিন্দ ও জয় বাংলা বলতে ভোলেননি তৃণমূলের অভিনেত্রী দুই সাংসদ৷
এর আগে লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি নুসরত ও মিমি। তুরস্কের বন্দর শহর বোদরুমে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন নুসরত জাহান ও নিখিল জৈন৷ সেখানে নিমন্ত্রিত ছিলেন মিমিও৷ ফলে, বিয়ের কারণে তাঁরা এতদিন সাংসদে যেতে পারেননি৷
Trinamool Congress MP Nusrat Jahan: There are several things on priority. We will raise the first concern of our constituencies before the House tomorrow. We will put across our views there. pic.twitter.com/WE2go6QaC7
— ANI (@ANI) June 25, 2019
#WATCH: TMC’s winning candidate from Jadavpur (West Bengal), Mimi Chakraborty takes oath as a member of Lok Sabha. pic.twitter.com/NWD8OCCIio
— ANI (@ANI) June 25, 2019
#WATCH: TMC’s winning candidate from Basirhat (West Bengal), Nusrat Jahan takes oath as a member of Lok Sabha today. pic.twitter.com/zuM17qceOB
— ANI (@ANI) June 25, 2019
আজ শপথ অনুষ্ঠানের পর সংসদ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিমি, নুসরত৷ বলেন, ‘‘অগ্রাধিকার উপর বেশ কিছু বিষয় নির্ভর করে৷ আমরা আগামিকাল হাউস এসে আগে আমাদের নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরব৷ আমরা আমাদের মতামত জানাব৷’’