সংসদে শপথ নিয়ে কী বললেন মিমি-নুসরত? দেখুন ভিডিও

নয়াদিল্লি: তুরস্কে বিয়ের পর্ব মিটিয়ে লোকসভায় সবার শেষে সাংসদ সদস্য হিসাবে শপথ নিলেন বাংলার দুই তারকা সাংসদ৷ বাংলায় শপথ নেওয়ার পরই অধিবেশ কক্ষ থেকে বেরিয়ে যায় মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান৷ এদিন বাংলায় শপথ নেওয়ার পর জয় হিন্দ ও জয় বাংলা বলতে ভোলেননি তৃণমূলের অভিনেত্রী দুই সাংসদ৷ এর আগে লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে

সংসদে শপথ নিয়ে কী বললেন মিমি-নুসরত? দেখুন ভিডিও

নয়াদিল্লি: তুরস্কে বিয়ের পর্ব মিটিয়ে লোকসভায় সবার শেষে সাংসদ সদস্য হিসাবে শপথ নিলেন বাংলার দুই তারকা সাংসদ৷ বাংলায় শপথ নেওয়ার পরই অধিবেশ কক্ষ থেকে বেরিয়ে যায় মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান৷ এদিন বাংলায় শপথ নেওয়ার পর জয় হিন্দ ও জয় বাংলা বলতে ভোলেননি তৃণমূলের অভিনেত্রী দুই সাংসদ৷

এর আগে লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি নুসরত ও মিমি। তুরস্কের বন্দর শহর বোদরুমে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন নুসরত জাহান ও নিখিল জৈন৷ সেখানে নিমন্ত্রিত ছিলেন মিমিও৷ ফলে, বিয়ের কারণে তাঁরা এতদিন সাংসদে যেতে পারেননি৷

আজ শপথ অনুষ্ঠানের পর সংসদ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিমি, নুসরত৷ বলেন, ‘‘অগ্রাধিকার উপর বেশ কিছু বিষয় নির্ভর করে৷ আমরা আগামিকাল হাউস এসে আগে আমাদের নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরব৷ আমরা আমাদের মতামত জানাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =