প্রথম সংসদ ভাষণে কী চাইলেন মিমি-নুসরত?

নয়াদিল্লি: বিয়েক কারণে শপথ পিছিয়ে নিয়েছিলেন তণমূল সাংসদ নুসরত৷ বান্ধবীর বিয়েতে হাজির থাকতে মিমিও চেয়েছিলেন ছুটি৷ সংসদে সব শেষে শপথ নেওয়ার পর বুধবার প্রথম সংসদ ভাষণে নিজের এলাকার জন্য বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরলেন তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি-নুসরত৷ লোকসভার জিরো আওয়ারে নিজের প্রথম ভাষণে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানান, তাঁর নির্বাচনী কেন্দ্রে চম্পাহাটি ও

f839993be2837f939348838a2457ca83

প্রথম সংসদ ভাষণে কী চাইলেন মিমি-নুসরত?

নয়াদিল্লি: বিয়েক কারণে শপথ পিছিয়ে নিয়েছিলেন তণমূল সাংসদ নুসরত৷ বান্ধবীর বিয়েতে হাজির থাকতে মিমিও  চেয়েছিলেন ছুটি৷ সংসদে সব শেষে শপথ নেওয়ার পর বুধবার প্রথম সংসদ ভাষণে নিজের এলাকার জন্য বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরলেন তৃণমূলের দুই তারকা সাংসদ মিমি-নুসরত৷

লোকসভার জিরো আওয়ারে নিজের প্রথম ভাষণে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানান, তাঁর নির্বাচনী কেন্দ্রে চম্পাহাটি ও বারুইপুর পূর্বে রেলওয়ে ওভারব্রিজ অত্যন্ত প্রয়োজন৷ লেভেল ক্রসিং বন্ধ থাকার সময় ওই এলাকাগুলিতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় বলেও অভিযোগ তোলেন মিমি৷ ফলে, সোনারপুরে একটি রেল ওভারব্রিজ প্রয়োজনের কথাও তুলে ধরেন তিনি৷

এদিন লোকসভার জিরো আওয়ারে নিজের প্রথম বক্তৃতায় তৃণমূলের আরও এক অভিনেত্রী সাংসদ নুসরত জাহান নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির দাবি করেন৷ নুসরত জানান, বসিরহাট কেন্দ্র একটি সীমান্ত এলাকা, ফলে, এখানে বহু প্রাক্তন সমরকর্মী ও বিএসএফ জওয়ান সেখানে থাকেন৷ কাছাকাছি কোনও কেন্দ্রীয় বিদ্যালয় না থাকায় তাঁদের সন্তানরা দূরে পড়তে যেতে বাধ্য হয়৷ তাই বসিরহাটে ওই ধরনের বিদ্যালয় তৈরির দাবিও করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *