কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ চতুর্থ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ গত দুই বছর ধরে কোভিডের আক্রমণে টালমাটাল দেশের অর্থনীতি৷ এই অবস্থাকে সামনে রেখে বাজেট পেশ করা নিশ্চিত ভাবেই চ্যালেঞ্জের৷ কোভিড মোকাবিলা করে অর্থনীতিকে চাঙ্গা করাই লক্ষ্য অর্থমন্ত্রীর৷ বিনিয়োগ বৃদ্ধি থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয়ে নজর থাকবে তাঁর৷ আর তাঁর দিকে নজর থাকবে গোটা দেশের৷
আরও পড়ুন- বাজেট পেশের আগে সাবধানী নির্মলা, বড় চ্যালেঞ্জের সামনে
এ বছরের বাজেট কেমন হবে, কিছুটা হলেও সেই ইঙ্গিত গতকাল মিলেছে৷ অর্থমন্ত্রী সংসদে যে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন, তাতে আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক গতিবিধির কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আগামী অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ থেকে ৮.৫ হতে পারে।
এদিকে চলতি মাসেই রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে নিশ্চিত ভাবেই বাজেটের তাৎপর্য রয়েছে বলে মত বিশ্লেষকদের। ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে বিশেষ ভাবে নজর রয়েছে পঞ্জাব ও উত্তরপ্রদেশের দিকে। নির্বাচনকে সামনে রেখে বাজেটে গ্রামীণ অর্থনীতির উপর অধিক জোর দেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। পাশাপাশি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে আয়করের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ থেকে বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামোতে বিনিয়োগ, উৎপাদন ও পরিষেবা, গবেষণা ও উন্নয়নে ব্যয়ের উপর জোড় দেওয়ার পাশাপাশি মূল খাতগুলিতে ইনসেন্টিভ বৃদ্ধি, কর আইনের সংশোধনগুলি সরকারের অগ্রাধিকারের বিষয়বস্তুর মধ্যে থাকতে পারে।