প্রভাবশালী-পুত্র আরিয়ানের জন্য গলা তুলবেন না ওয়েইসি

প্রভাবশালী-পুত্র আরিয়ানের জন্য গলা তুলবেন না ওয়েইসি

গাজিয়াবাদ: প্রমোদতরীতে মাদক পার্টির কারণে ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়া ইস্তক বলিউডের বন্ধুমহল থেকে শুরু করে অনুরাগীদের তরফে পাশে থাকার বার্তা পেয়েছেন সুপারস্টার শাহরুখ খান। কেউ অভিযোগ করেছেন, মুন্দ্রা বন্দরে বিপুল মাদক উদ্ধার ও লখিমপুর খেরি-কাণ্ড থেকে নজর ঘোরাতেই টার্গেট করা হয়েছে প্রভাবশালী বাবার ছেলে আরিয়ানকে। কেউ আবার তুলোধোনা করেছেন শাহরুখ-পুত্রের গ্রেপ্তারি ইস্যুতে এনসিবির তৎপরতাকে। বারবার জামিন না-পাওয়া আরিয়ানের জন্য সরব হয়েছে বিরোধী রাজনৈতিক মহলও। কিন্তু মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি আরিয়ান পাশে পেলেন না আর এক রাজনীতিক আসাউদ্দিন ওয়েইসিকে। এআইএমআইএম প্রধান আরিয়ানের নাম না-করে সাফ জানিয়ে দিলেন, যাঁর বাবা প্রভাবশালী, তাঁর জন্য গলা চড়াবেন না তিনি।

কংগ্রেস থেকে শুরু করে এনসিপি, মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্রের হাজতবাস ইস্যুতে ইতমধ্যেই আওয়াজ তুলেছেন বিরোধী রাজনীতিকরা৷ কারও অভিযোগ, পদবি ‘খান’ বলেই নিস্তার পাচ্ছেন না শাহরুখ-পুত্র৷ স্বাভাবিক ভাবেই এব্যাপারে আর এক রাজনীতিক ওয়েইসির প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা৷ গাজিয়াবাদে এক মিছিলের ফাঁকে সাংবাদিকরা আরিয়ানের গ্রেপ্তারি প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাইলে, এআইএমআইএম প্রধান জবাব দেন, ‘আপনারা একজন সুপারস্টারের ছেলের ব্যাপারে কথা বলছেন৷ উত্তরপ্রদেশের জেলে বিচারাধীন বন্দিদের মধ্যে অন্তত ২৭ শতাংশ মুসলিম৷ তাঁদের জন্য কে সরব হবে? আমি তাঁদের জন্য লড়াই করব, যাঁরা বলতে পারেন না, দুর্বল৷ তাঁদের জন্য লড়ব না, যাঁদের বাবা প্রভাবশালী৷’ প্রসঙ্গত তাৎপর্যপূর্ণ, বিরোধী রাজনৈতিক শিবির যখন আরিয়ানের গ্রেপ্তারি ও এব্যাপারে এনসিবির সক্রিয়তা নিয়ে সরব হয়েছে, তখন ওয়েইসির অন্য সুরে কথা বলা নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে৷

এদিকে, এনসিবির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ উঠলেও, তারা জানিয়েছে, সমালোচনা তাদের আরও শক্তিশালী করবে৷ এই চাপানউতোরের মধ্যেই আগামী ২০ অক্টোবর আরিয়ানের পরবর্তী জামিনের আর্জির শুনানি অনুষ্ঠিত হবে৷ ওই দিন আর্থার রোড জেলের বিশেষ ব্যারাক থেকে শাহরুখ-পুত্র আপাতত মুক্তি পান নাকি দীর্ঘ হয় তাঁর কারাবাসের মেয়াদ, সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *