অবশেষে বাংলার নির্বাচনী ময়দানে আত্মপ্রকাশ ওয়েইসি’র!

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলার নির্বাচনে প্রথম পা রাখল আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম৷ বাংলার বুকে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙতে এআইএমআইএমের আত্মপ্রকাশ ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতি৷ জানা গিয়েছে, বাংলার নির্বাচনী ময়দানে নিজেদের শক্তি পরীক্ষা দিতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ লাগোয়া ভোগ্রাম সিনিয়ার মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচনে অংশ নেয় আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম৷ পরিচালন কমিটির নির্বাচনে বাম-কংগ্রেসের তরফে

অবশেষে বাংলার নির্বাচনী ময়দানে আত্মপ্রকাশ ওয়েইসি’র!

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলার নির্বাচনে প্রথম পা রাখল আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম৷ বাংলার বুকে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙতে এআইএমআইএমের আত্মপ্রকাশ ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতি৷

জানা গিয়েছে, বাংলার নির্বাচনী ময়দানে নিজেদের শক্তি পরীক্ষা দিতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ লাগোয়া ভোগ্রাম সিনিয়ার মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচনে অংশ নেয় আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম৷ পরিচালন কমিটির নির্বাচনে বাম-কংগ্রেসের তরফে জোটপ্রার্থী দেওয়া হলেও প্রার্থী দেয়নি বিজেপি৷ প্রার্থী দেয় তৃণমূল৷

তবে, প্রার্থী দিলেও জিততে পারেনি এআইএমআইএম৷ তবে, এআইএমআইএমের ঘরে জয় না এলেও বাংলায় হায়দরাবাদি দলের রাজনৈতিক কার্যকলাপ ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা৷ মূলত, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী ওই নির্বাচনে আইএমআইএমের হয়ে অংশগ্রহণ করেছে বলে অভিযোগ বাম-কংগ্রেস জোটের৷ বিজেপিও আইএমআইএমকে সমর্থন করেছে বলে অভিযোগ জোট শিবিরের। ফলে, সব মিলিয়ে বাংলার বুকে আইএমআইএমের তৎপরতা ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নয়া সমীকরণ৷

গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে তৃণমূল নেত্রী সরাসকি নাম না করে আসাদউদ্দিনের দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন৷ সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে বলেও তোলেন অভিযোগ হায়দরাবাদের একটি দলের বিরুদ্ধে৷ যদিও হায়দরাবাদের দল হিসাবেই পরিচিত আইএমআইএম৷ তৃণমূল সুপ্রিমোর যুদ্ধ ঘোষণার পরপরই পাল্টা দিতে ছাড়েননি ওয়েইসি৷ তৃণমূল নেত্রীর হুঁশিয়ারির পর পরিচালন কমিটির নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *