যোগ্য জবাব দিতে প্রস্তুত আমরা, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না: বায়ুসেনা প্রধান

যোগ্য জবাব দিতে প্রস্তুত আমরা, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না: বায়ুসেনা প্রধান

 

নয়াদিল্লি:  ভারত সবরকম ভাবে সীমান্তে শান্তি বজায় রাখার চেষ্টা করে চলেছে৷ তবে যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্যও পুরোপুরি প্রস্তুত ভারত। গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার বলিদান বৃথা যাবে না৷ শনিবার হায়দরাবাদের কাছে বিমান বাহিনী অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে এমনটাই বললেন ভারতের বায়ুসেনা প্রধান চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া৷ 

সোমবার পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভদৌরিয়া বলেন, “বিরাট চ্যালেঞ্জের মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সাহস ভারতীয় জওয়ানরা দেখিয়েছেন, তা আসলে আমাদের দেশ রক্ষার সংকল্পকেই তুলে ধরেছে৷’’ দেশের জন্য গালওয়ানে প্রাণ দিয়েছেন ২০ জন জওয়ান৷ এয়ার চিফ মার্শাল ভদৌরিয়া বলেন, ‘‘আমরা তৈরি আছি৷ যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত৷ আমি দেশবাসীকে আস্বস্ত করতে চাই, গালওয়ানে  এই বীর জওয়ানদের বলিদান বৃথা যাবে না৷’’ 

তিনি আরও বলেন, ‘‘আমাদের এলাকার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত ও সজাগ রয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে ঘটনা ঘটেছে, তা আমাদের সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টার একটা ছোট্ট উদাহরণ। আমরা যে কোনও সময় যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্যে প্রস্তুত৷” বায়ুসেনা প্রধান আরও বলেন, ‘‘ সামরিক স্তরে আলোচনায় চুক্তিবদ্ধ হওয়ার পরেও ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে চিনা ফৌজ৷ 

শহিদ হয়েছেন আমাদের জওয়ানরা৷ যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তা সত্ত্বেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়ে ওঠে, তার জন্য শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’’ প্রসঙ্গত, এই পরিস্থিতিতে ভারত কি আবার এয়ারস্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে৷ গালওয়ান-কাণ্ডের পর থেকেই চলছে জল্পনা। গালওয়ান উপত্যকার কাছে ইতিমধ্যেই যুদ্ধবিমান নামাতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। লাদাখের আকাশে শুরু হয়েছে বায়ুসেনার ‘এয়ার ডমিন্যান্স’। চক্কর কাটছে বায়ুসেনার নয়া কপ্টার এএইচ-৬৪ই অ্যাপাচে, মিগ-২৯ জেট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =