গাজিয়াবাদ: ১৯৩২ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় বায়ুসেনা৷ সেই উপলক্ষে প্রতি বছর এই দিনেই পালিত হয় ভারতীয় বায়ুসেনা দিবস৷ এই বছর ৮৮ তম ভারতীয় বায়ুসেনা দিবস পালন করছে ভারতীয় বিমান বাহিনী৷ এদিন সকালে দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড প্যারেড৷ আকাশজুড়ে চলে চিনুক-রাফালের দর্পের উড়ান৷
আরও পড়ুন- রাজীব ঘনিষ্ঠ প্রাক্তন CBI ডিরেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে প্রশ্ন
এদিন বায়ুসেনা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই চিনকে কড়া বার্তা দিলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া৷ তিনি বলেন,‘‘ .. আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে আমরা দেখিয়ে দেব আকাশসীমায় আমাদের ক্ষমতা কতটা বিস্তারলাভ হয়েছে৷ আমি দেশকে আশ্বস্ত করতে চাই যে বায়ুসেনা আরও উন্নত হবে, আর তারা যে কোনও পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত।’’ বায়ু সেনা প্রধান আরও বলেন, ‘‘লাদাখ সীমান্তে উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে ভারতীয় বায়ুসেনা যে ক্ষিপ্রতার সঙ্গে সাড়া দিয়েছে, তার জন্য সকল যোদ্ধাকে কুর্নিশ জানাই৷ আজ আমরা ৮৯তম বার্ষিকীতে প্রবেশ করছি৷ এই সময় এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় বায়ুসেনা৷ আকাশসীমায় এক নতুন যুগে প্রবেশ করতে চলেছি আমরা৷’’ সেই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘যে কোনও পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করতে তৈরি রয়েছে ভারতীয় বায়ুসেনা।’’
৮৮ তম বায়ুসেনা দিবসে হিন্দোন বায়ুসেনা বিমানঘাঁটি থেকে এদিন আকাশে উড়ান দেয় চিনুক৷ আকাশজুড়ে চলে চিনুকের দাপট৷ চিনকে কড়া জবাব দিতে লাদাখ সীমান্তেও মোতায়েন করা হয়েছে চিনুক৷ এদিন এই চপারের ক্ষমতা ও শক্তিপ্রদর্শন দেখল হিন্দোন। সেই সঙ্গে দর্পের সঙ্গে আকাশের বুক চিড়ে উড়ল রাফাল৷ এছাড়াও অ্যাপাচে ও এমআই ৩৫ হেলিকপ্টারের দাপুটে উড়ান মুগ্ধ করেছে দর্শকদের। এদিনের ফ্লাইপাস্টে রাফালে অল্প জায়গার মধ্যে যেভাবে নিজের দাপট দেখাল, তা আরও একবার বুঝিয়ে দিল ভারতীয় বায়ুসেনার ক্ষমতা৷
আরও পড়ুন- ফাঁকা টানেলে কার দিকে হাত নাড়ছেন মোদী? ইন্টারনেট তোলপাড়
এদিন বায়ুসেনা দিবস উপলক্ষে হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদোরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিল কুমার রাওয়াত, সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং৷