‘হয়তো আমাদের কিছু সিদ্ধান্ত ভুল ছিল, উদ্দেশ্য নয়’, মন্তব্য শাহের

‘হয়তো আমাদের কিছু সিদ্ধান্ত ভুল ছিল, উদ্দেশ্য নয়’, মন্তব্য শাহের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের কিছু সিদ্ধান্ত হয়তো ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য কখনই ভুল ছিল না৷  ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-এর ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ 

আরও পড়ুন- শীতেও মিলবে না কম্বল! রেল সফরে ‘আরাম’ কিনতে গুনতে হবে ৩০০ টাকা

এদিন শাহ বলেন, ‘হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিলষ কিন্তপ মোদী সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে না৷ গত সাত বছরে সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনও দাগ লাগেনি৷ কারণ সরকারের উদ্দেশ্য সর্বদা সঠিক থেকেছে৷’’ তিনি আরও বলেন, অতিবড় সমালোচকরাও এই বিষয়ে সহমত হবেন যে গত সাত বছরে দেশ অনেক পরিবর্তন দেখেছে। কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি।’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘করোনা অতিমারির সময় সরকার একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল যা দেশের বৃদ্ধি এবং উন্নয়নে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে।’’ শাহের মতে, ‘‘ভারত চলতি অর্থবর্ষে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনেতিক দেশ হবে। আমাদের অর্থনৈতিক বৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছলেও আমি অবাক হব না।’ সেই সঙ্গে তিনি বলেন, বেকারত্বের সমস্যা মেটাতে MSME অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দিতে হবে৷ আমরা MSME-র উপর জোড় না দিলে বেকারত্বের সমস্যা সমাধান করতে পরাব না৷ 

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর একাধিক কঠিন সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। নোটবন্দি থেকে শুরু করে জিএসটি, ৩৭০ ধারা বিলোপ থেকে শুরু করে নয়া কৃষি আইন। প্রতিক্ষেত্রেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রকে। শুক্রবার এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =