প্রতাপগড়: ‘পয়লা নম্বর ভ্রষ্টাচারী’ মন্তব্যের রেশ এখনও কাটেনি। একদিন আগে ফের প্রয়াত প্রধানমন্ত্রীকে নিশানা বানিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অভিযোগ, পরিবার নিয়ে ছুটি কাটানোর জন্য যুদ্ধজাহাজ আইএনএস বিরাটকে ‘পার্সোনাল ট্যাক্সি’ হিসেবে ব্যবহার করেছিলেন রাজীব গান্ধী। প্রবল বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদিকে পাল্টা আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে রাজীব-কন্যার তোপ, ওনার (মোদি) থেকে ভীতু ও দুর্বল প্রধানমন্ত্রী জীবনে দেখিনি।
এদিন মোদিকে তুলোধোনা করে প্রিয়াঙ্কা বলেন, বছরে দু’কোটি চাকরি ও কৃষকদের উপার্জন দ্বিগুণ করার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মানুষকে জবাব দিতে পারছেন না তিনি। সুর আরও চড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, রাজনীতির শক্তি বড় প্রচার ও টিভি শো থেকে আসে না। গণতন্ত্রে মানুষই সবচেয়ে বড়। মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের ক্ষমতা থাকা উচিত। বিরোধীদের কথা শোনার মতো ক্ষমতা থাকা উচিত। কথা শোনার প্রসঙ্গ ছেড়ে দিন, এই প্রধানমন্ত্রী মানুষের প্রশ্নের জবাব পর্যন্ত দিতে জানেন না। মানুষ প্রতারিত হয়েছেন। তিনি (মোদি) দুর্নীতি ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন কার নামে দুর্নীতির (রাফাল প্রসঙ্গে) অভিযোগ উঠছে? আমেথিতে বিদ্যুৎ সংযোগ না থাকা এক মহিলার নামে ৩৫ হাজার টাকার বিল এসেছে। অন্য এক ব্যক্তির নামে এসেছে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল। তিনি প্রচারে সব কিছু গোপন করে যাচ্ছেন। মোদিজি আপনাদের কাছে এলে এসব নিয়ে তাঁর কাছে প্রশ্ন করুন।