নয়াদিল্লি: মহারষ্ট্র বিজেপির মুখপাত্রর করা ‘কুরুচিকর’ মন্তব্যের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র অভদূত ওয়াঘ টুইটার পোস্ট ঘিরে বিতর্ক দেখা দেয়। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমরা হিন্দু বলে আশ্রাব্য কথা বলি না। প্রধানমন্ত্রী আপনি টুইটারে এই লোকটাকে ফলো করেন। শুধু তাই নয় লোকটির আপনাদের দলের পদেও আছে৷ মনে রাখবেন খারাপ শব্দের ব্যবহার আমরাও করতে পারি। কিন্তু আমাদের হিন্দু সংস্কৃতি সেই শিক্ষা দেয় না৷
অভদূতের টুইটার অ্যাকাউন্টের বায়ো থেকে জানা যায়, তিনি মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র। তাছাড়া পেশায় তিনি যে ইঞ্জিনিয়ার সেটাও লেখা রয়েছে সেখানে। সঙ্ঘ পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগের কথাও লেখা রয়েছে। নিজের টুইটারে কেজরিওয়ালকে পাকিস্তানের গুপ্ত সেনা কর্তা বলার পাশাপাশি কয়েকটি খারাপ শব্দের ব্যবহার করেন বিজেপির এই মুখপাত্র।
এই ঘটনার প্রতিবাদ করতে সময় নেয়নি আপ শিবির৷ দলের নেত্রী প্রীতি শর্মা বলেছেন, অভদূতের মন্তব্য গণতন্ত্রের পক্ষে অবমাননাকর। পাশাপাশি তাঁর মনে হয় মুম্বই পুলিশের উচিত বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাঁর কথায় নিজের মন্তব্যের সাহায্যে সমাজে ঘৃণার বাতাবরণ তৈরি করেছেন বলে অভদূতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷