ওয়েনাড়ে মৃত্যু মিছিল, নামনো হবে ড্রোন, ধ্বংসস্তূপে আর কেউ জীবিত নেই বলেই দাবি মুখ্যমন্ত্রীর

ওয়েনাড়: প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড কেরলের ওয়েনাড়৷ উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় অসমর্থিত সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ২৯০-এ পৌঁছেছে৷…

ওয়েনাড়: প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড কেরলের ওয়েনাড়৷ উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় অসমর্থিত সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ২৯০-এ পৌঁছেছে৷ অচিরেই তা ৩০০ পেরোবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন সরকারিভাবে ১৯০ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। যদিও উদ্ধারকারী দল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এখনও বহু মানুষ নিখোঁজ৷ সকলের খোঁজ মিললে সংখ্যাটি দ্বিগুণও হতে পারে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাইও বৃহস্পতিবার দাবি করেছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত অবস্থায় আর কাউকেই উদ্ধার করা বাকি নেই। এখন শুধুই দেহ উদ্ধারের পালা।

 

ওয়েনাড়ের ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন গ্রাম মুন্ডাক্কাই, চুরালমালা এবং অট্টামালায় শুক্রবার যৌথ তল্লাশি অভিযানে নামবে সেনা, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালানো হবে। প্রতিটি দলে থাকবেন তিন জন স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের এক জন কর্মী৷ উদ্ধার অভিযানে যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে৷ শনিবার পর্যন্ত ওয়েনাড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে৷