রাঁচি: দেশজুড়ে বাড়ছে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা৷ গো-রক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যাত্রীবাহী বাসে তাণ্ডব চালানোর অভিযোগ মুসলিম সংগঠনের বিরুদ্ধে৷
রাঁচির রাজেন্দ্রচকের কাছে একটি মুসলিম সংগঠনের হাতে আক্রান্ত হয় বেশ কয়েকজন বাসযাত্রী৷ অভিযোগ, যাত্রীদের মারধর করে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়৷ বাসে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়৷ টেনে হিঁচড়ে মহিলা যাত্রীদের নামিয়ে আনা হয় বলেও অভিযোগ৷ ওই বাসে বেস কয়েকজন ছাত্র-ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷
WATCH: A joint group of organisations took out a protest rally in Ranchi against mob lynchings but soon the rally turned violent. Protesters started targetting public property.
Details by Shyam Sundar. pic.twitter.com/08fEaZ5fQG
— TIMES NOW (@TimesNow) July 9, 2019
অভিযোগ, মঙ্গলবার গণপিটুনির প্রতিবাদ-সহ বেশ কিছু দাবিদাওয়ার ভিত্তিতে পথে নামে একটি মুসলিম সংগঠন৷ করা হয় বিক্ষোভ মিছিল৷ মিছিলে হাজার পাঁচেক জনতা অংশগ্রহণ করেন৷ মিছিল হঠাৎ মাপমুখী হয়ে ওঠে৷ সরকারি সম্পত্তিতে বেপরোয়া ভাবে ভাঙচুর করা হয়৷ উত্তেজিত জনতা বিক্ষিপ্ত ভাবে তাণ্ডব তাণ্ডবলীলা অংশ নিতে থাকে৷ ওই সময়ই একটি বাস ঘটনাস্থলে ঢুকে যায়৷ এরপরই বাসের উপর চড়াও হয় উত্তেজিত জমতা৷
@narendramodi sir why the news channel of India is not showing the ranchi news pic.twitter.com/yHYpWSXAEU
— Prashant anand (@Prashan17689130) July 7, 2019
বাসের ছাঁদে, জানলায় উঠে যাত্রীদের গালাগালি দেওয়া হয়৷ লোহার রড গিয়ে বাসের কাঁচ ভাঙার চেষ্টা করা হয়৷ যাত্রীদের মারধর করা হয় বলেও অভিযোগ৷ টেনে হিঁচড়ে বাস থেকে যাত্রীদের নামিয়ে আনার চেষ্টা করা হয়৷ আগুন জ্বালিয়ে দেওয়াও চেষ্টা করা হয়৷ যদিও, কোনোক্রমে ওই বাসটির যাত্রীরা রক্ষা পেয়ে যান৷ পরে, পুলিশ তাণ্ডব চালানো মুসলিম সংগঠনের বিরুদ্ধে এফআইর দায়ের করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷