নয়াদিল্লি: ২৪ ঘণ্টাও হয়নি, ১০০ কোটির বাঙলো গুঁড়িয়ে দিয়েছে সরকার৷ কিন্তু, তাতে কী? মোদি আছেন নীরবেই৷ তবে, দেশে নয়৷ দেশের টাকা মেরে লন্ডনের রাস্তায় দামী পোশাক পরে বুক ফিলিয়ে ঘুরছেন ‘ছোটা মোদি’ নীবর৷ বিদেশের রাজপথে এহেন মোদিকে দেখে সংবাদ মাধ্যের ক্যামেরার সামনে পোজ জানালেন প্রতিক্রিয়া৷
বিদেশের মাটিতে রাজকীয় ভঙ্গিতে ঘুরে বেরাতে দেখা গলেও ভারতে ২৩ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে নিরুদ্দেশ ‘ছোটা মোদি৷’ শুক্রবার লন্ডনের ওয়েস্ট এন্ডের মাটিতে দেখা যায় প্রতারক নীরবকে৷ লন্ডনের রাস্তায় নীরব মোদী ভিডিও-তে দ্যা ইউকে টেলিগ্রাফের সাংবাদিকের প্রশ্ন, তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছে? উত্তরে শোনা যাচ্ছে, মোদী উত্তর দিচ্ছেন, সরি, নো কমেন্টস৷ দ্বিতীয় প্রশ্ন টাকা মারার প্রসঙ্গেও নীরবেই থাকেন মোদি৷
Pl watch Trailor-
A day in the life of ‘Poster Boy’ for ‘Bank Fraudsters Settlement Scheme abroad’!
Director & Producer- Narender Modi!
Editor- Arun Jaitley!
Script Writer- ED & CBI!
Production Cost- ₹23,000Cr!
Financed by- Indian Banks!
मोदी है तो मुमकिन है!!! https://t.co/NdzDzq0JXM
— Randeep Singh Surjewala (@rssurjewala) March 9, 2019
শনিবার দেশের মাটিতে এই খবর সামনে আসতেই ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস৷ বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করা হয়৷ কংগ্রেসের তরফে ইডি ও সিবিআই ও আরবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা৷