নয়াদিল্লি: ইডির তলবি চিঠি পাওয়ার পরই কেন্দ্রের বিরুদ্ধে হুংকার ছুড়লেন এনসিপি প্রধান শারদ পাওয়ার৷ মারাঠা নেতা শরদ পাওয়ার সংবাদ মাধ্যমে জানিয়ে, আগে কখনও তাঁকে জেলে যেতে হয়নি৷ এবার যদি ভাইপোর কারণে জেলে যেতে হয়, তাহলে আনন্দ পাব বলে হুংকার শারদ পাওয়ারের৷ প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত, কিন্তু দিল্লির সামনে কোনও ভাবেই তিনি মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷
মঙ্গলবার মহারাষ্ট্রের কো-অপারেটিভ ব্যাংকের অর্থ তছরুপ মামলায় তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ ভাইপো অজিত পাওয়ারকে নোটিস ধরানো হয়েছে৷ সূত্রের খবর, অজিতের সূত্র ধরে শারদকে নোটিস পাঠানো হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি৷ জানিয়েছেন, ভাইপোকে রক্ষা করতে তিনি প্রস্তুত৷ সংবাদমাধ্যমে শরদ পাওয়ার জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ব্যস্ততা শুরু হওয়ার আগেই তিনি ইডির দপ্তরে হাজিরা দেবেন৷ সব ঠিক থাকলে আগামিকাল শুক্রবার হাজিরা দিতে পারেন৷ এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি কোনও দিন যাইনি৷ তাই জেলে যেতে হলে আনন্দ হবে আমার৷ কিন্তু দিল্লির কাছে মাথানত কোনভাবেই করব না৷’’ আর এক ধাপ এগিয়ে তিনি জানান, শিবাজীর মতোই দিল্লির দরবারে মাথা নোয়াবে না মহারাষ্ট্র৷
ইতিমধ্যেই মহারাষ্ট্রের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ অক্টোবরে এই রাজ্যের বিধানসভা নির্বাচন৷ ঠিক তারই আগে শারদ পাওয়ারকে ইডির নোটিস ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷