বিপর্যয়ে সওয়াল গঙ্গায় বিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী উমার, সাহায্যের আশ্বাস রাষ্ট্রসংঘের

বিপর্যয়ে সওয়াল গঙ্গায় বিদ্যুৎ প্রকল্পের ঘোর বিরোধী উমার, সাহায্যের আশ্বাস রাষ্ট্রসংঘের

468d0273a4cfa09ee790a4dbc68666a8

নয়াদিল্লি:  মন্ত্রী থাকাকালীন গঙ্গা ও তার প্রধান উপনদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ঘোরতর বিরোধী ছিলেন তিনি৷ জলমন্ত্রকের তরফে হলফনামা দিয়ে সে কথা জানানোও হয়েছিল৷ উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির পর হিমবাহ ভেঙে তুষার ধস নেমে কার্যত ভেসে গিয়ছে তপোবন বাঁধ৷ প্রবল ক্ষতি হয়েছে তপোবন বিদ্যুৎ প্রকল্পের৷ এই ঘটনার পরই হিন্দিতে একের পর এক টুইট করে সে কথা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী৷ 

আরও পড়ুন- হিমবাহের বিস্ফোরণে বিপর্যস্ত উত্তরাখণ্ড! কীভাবে আসে এই দুর্যোগ? কেনই বা ভাঙে হিমবাহ?

দায়িত্বে থাকার সময় উমা ভারতী বলেছিলেন, উত্তরাখণ্ডে হিমালয় খুবই স্পর্শকারত। তাই এখানে গঙ্গা বা তার উপনদীগুলির উপর বিদ্যুৎ প্রকল্প তৈরি করা উচিত হবে না৷ রবিবার ঋষিগঙ্গার ট্রাজেডি যথেষ্ট উদ্বেগজনক৷ এটি চরম সতর্কতা বার্তা বলেও উল্লেখ করেন তিনি৷ টুইট করে উমা বলেন, ‘‘আমি মন্ত্রী থাকার সময় আমার মন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েছিল উত্তরাখণ্ডে হিমালয় অত্যন্ত সংবেদনশীল৷ এখানে গঙ্গা ও তার প্রধান শাখানদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ উচিত হবে না৷’ প্রসঙ্গত ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদী সরকারের প্রথম দফায় জল সম্পদ ও নদী উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন ভারতী৷  আর উত্তরাখণ্ডের বিপর্যের কারণ নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন ভারতীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷

আট বছর আগে কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত উত্তরাখণ্ড৷ অলকানন্দা ও ধৌলিগঙ্গায় ব্যাপক জলোচ্ছ্বাসে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিখোঁজ ১৭০ জন৷ তবে যে ভাবে চামোলি জেলায় হিমবাহ ভেঙে গোটা এলাকায় তুষারধস নেমেছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জলের তোড়ে সম্পূর্ণ ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্লান্টটি৷ চলছে উদ্ধারকাজ৷ বিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে আটকে থাকা কর্মীদের উদ্ধার করা গেলেও, অপর একটি টানেলে এখনও পৌঁছনো যায়নি বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- কেন্দ্র-ট্যুইটার সংঘাত! পদত্যাগ করলেন শীর্ষ আধিকারিক

এদিকে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাষ্ট্র সংঘ৷ প্রয়োজনে তারা উদ্ধারকাজে হাত লাগাতে প্রস্তুত বলে জানানো হয়েছে৷ রাষ্ট্র সংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, ‘‘হিমবাহ ভেঙে তুষার ধসে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ শাতাধিক৷ এই ঘটনায় গভীর ভাবে শোকাহত রাষ্ট্র সংঘের সেক্রেটারি জেনারেল৷ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *