ফরাসি ভাষা শিখেছিলেন মোদী? প্রশিক্ষণকেন্দ্রের পরিচয়পত্র প্রকাশ্যে

ফরাসি ভাষা শিখেছিলেন মোদী? প্রশিক্ষণকেন্দ্রের পরিচয়পত্র প্রকাশ্যে

3c0a953fd33f87cd86edc6b5b41e02e7

নয়াদিল্লি: তিনি কোথায় থাকতেন, তাঁর বেড়ে ওঠা, পড়াশুনা নিয়ে কৌতূহল কিছু কম নয়। বর্তমানে দেশের যিনি প্রধানমন্ত্রী, সেই নরেন্দ্র মোদীর বাল্যকাল বা যৌবনকাল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিরোধীরা তো তাঁর শিক্ষা, চা বিক্রি করার বিষয় নিয়ে একাধিক প্রশ্নও তুলেছে। কিন্তু মোদী স্বয়ং বিষয়টি নিয়ে কখনও পাত্তা দেননি। কিন্তু এখন আবার তাঁর শিক্ষা নিয়ে আলাদা করে চর্চা শুরু হয়েছে। কারণ এক প্রতিষ্ঠানের তাঁর এক পরিচয়পত্র ভাইরাল হতে শুরু করেছে। 

সম্প্রতি খোঁজ মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমএ ক্লাসের সহপাঠীর। এক সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক শীলা ভাট তাঁকে নিয়ে বড় তথ্য প্রকাশ্যে এনেছেন। এরই মধ্যে জানা গেল, ফরাসি ভাষা শেখানোর প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রায় ৪০ বছর সেই প্রতিষ্ঠানে সদস্য হিসেবে রয়েছেন তিনি, তারই পরিচয়পত্র প্রকাশ্যে এসেছে। আপাতত দু’দিনের সফরে ফ্রান্সে আছেন প্রধানমন্ত্রী। সেখানেই এক বক্তৃতায় এই প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, ফরাসী সংস্কৃতির সঙ্গে তাঁর ৪০ বছরের সম্পর্ক। ১৯৮১ সালে আমেদাবাদে যাত্রা শুরু করেছিল অ্যালায়েন্স ফ্রাসেঁজ। তাদের প্রথমদিকের সদস্য তিনি ছিলেন বলে জানান। 

নরেন্দ্র মোদীর সদস্য পদের সেই পরিচয়পত্র।

এরপরেই সদস্যপদের পরিচয় পত্রও তিনি প্রকাশ করেন। দেখা গিয়েছে, ওই প্রতিষ্ঠানের ১১ তম সদস্য হিসেবে নাম আছে নরেন্দ্র মোদীর। যদিও তখন তিনি দেশের প্রধানমন্ত্রী হননি। গুজরাতের মুখ্যমন্ত্রীও হননি। সবে ৩০ ছুঁয়েছে বয়স। আর ওই সদস্যপদের দাম ছিল মাত্র ১২৫ টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *