গরম থেকে বাঁচতে চান? চলে যান দেশের প্রথম আইস ক্যাফেতে

ফনির আতঙ্ক কাটতে না কাটতেই ছন্দে ফিরেছে ভ্যাপসা গরম। কাজের ফাঁকে গলায় একটু ঠান্ডা জল বা কোল্ডড্রিংস না ঢেলে উপায় নেই যেন। কিন্তু এই উত্তপ্ত দাবদাহে বসেও একটি খবর আপনার মন ভালো করে দিতে পারে। ভারতের প্রথম আইস ক্যাফে তৈরি হল লাদাখে, এবং তা অবস্থিত ১৪ হাজার ফিট উপরে। নাম, আইস স্টুপা ক্যাফে। লে- মানালী

d5d3ca31fdf556ddc13c2b47284beed0

গরম থেকে বাঁচতে চান? চলে যান দেশের প্রথম আইস ক্যাফেতে

ফনির আতঙ্ক কাটতে না কাটতেই ছন্দে ফিরেছে ভ্যাপসা গরম। কাজের ফাঁকে গলায় একটু ঠান্ডা জল বা কোল্ডড্রিংস না ঢেলে উপায় নেই যেন। কিন্তু এই উত্তপ্ত দাবদাহে বসেও একটি খবর আপনার মন ভালো করে দিতে পারে। ভারতের প্রথম আইস ক্যাফে তৈরি হল লাদাখে, এবং তা অবস্থিত ১৪ হাজার ফিট উপরে। নাম, আইস স্টুপা ক্যাফে।

লে- মানালী ন্যাশানাল হাইওয়েতে লাদাখের একটি ছোট্ট গ্রাম গয়া মিরু (Gya Meeru)-তেই তৈরি হয়েছে এই ক্যাফেটি। এখানে চা, কফি, নুডলস ইত্যাদি পাওয়া যাবে। ক্যাফেটি শুরু হওয়ার পর এই ছোট্ট গ্রামটি পর্যটকদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *