ভোটার তালিকায় নাম তুলতে চান? আসছে সুখবর

কলকাতা: ভোটার তথ্য যাচাই কর্মসূচির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়ছে নির্বাচন কমিশন৷ দিন দিন পর্যন্ত অনলাইনে সমস্ত ধরনের সংশোধন৷ শুধু তাই নয়, নতুন ভোটারদের জন্য আসছে সুখবর৷ শুরু হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার কাজ৷ জানা গিয়েছে, রাজ্যে ৯৩ শতাংশ ভোটার তাঁদের তথ্য যাচাই করে নিয়েছেন৷ পয়লা সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় তথ্য

ভোটার তালিকায় নাম তুলতে চান? আসছে সুখবর

কলকাতা: ভোটার তথ্য যাচাই কর্মসূচির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়ছে নির্বাচন কমিশন৷ দিন দিন পর্যন্ত অনলাইনে সমস্ত ধরনের সংশোধন৷ শুধু তাই নয়, নতুন ভোটারদের জন্য আসছে সুখবর৷ শুরু হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার কাজ৷

জানা গিয়েছে, রাজ্যে ৯৩ শতাংশ ভোটার তাঁদের তথ্য যাচাই করে নিয়েছেন৷ পয়লা সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় তথ্য যাচাই কর্মসূচিতে রাজ্যে ৪২ শতাংশ ভোটারের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে৷ পরের ধাপে তা বেড়ে হয় ৯৩ শতাংশে৷ এবার তৃতীয় দফায় তা বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত৷ মনে করা হচ্ছে, তৃতীয় দফায় তা ৯৯ শতাংশে পৌঁছে যেতে পারে৷

জানা গিয়েছে, অনলাইনে এই পর্ব শেষ হওয়ার পর ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের তথ্য যাচাই করার কাজ শুরু হবে৷ ১৬ ডিসেম্বর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে৷ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত৷ সেখানে ভোটার তালিকায় নতুন নাম তোলা থেকে শুরু করে ঠিকানা পরিবর্তন, বানান সংশোধনের জন্য আবেদন করা যাবে৷ ২০২০ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ হবে, তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন৷ এর পর সব ঠিকঠাক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =