বেনজির আক্রমণ! রাহুল গান্ধীকে ‘শকুন’ বলে তোপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

বেনজির আক্রমণ! রাহুল গান্ধীকে ‘শকুন’ বলে তোপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে রণংদেহী রাহুল গান্ধী৷ বিভিন্ন বিষয়ে বারবার তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রের৷ সম্প্রতি কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু পরিসংখ্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ এর পরেই রাহুলের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ কংগ্রেস সাংসদকে শকুন বলে তোপ দাগেন তিনি৷ 

আরও পড়ুন- গাড়ি চালিয়ে মেয়ের দেহ শ্মশানে নিলেন বাবা

বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনকে হাতিয়ার করে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন সোনিয়া-তনয়৷ টুইট করে তিনি বলেন, ‘‘সংখ্যা মিথ্যে বলে না৷ ভারত সরকার বলে৷’’ রাহুলের এই টুইটের জবাবেই বেলাগাম আক্রমণ শানান হর্ষবর্ধন৷ তিনি বলেন, ‘‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিজের স্টাইলে লাশের রাজনীতি করছে৷ যদিও গাছ থেকে শকুন অদৃশ্য হয়ে যাচ্ছে৷ কিন্তু মনে হয় তাদের আত্মা ভূপৃষ্ঠের শকুনদের মধ্যে ভর করছে৷ রাহুল গান্ধীজি দিল্লির চেয়ে নিউ ইয়র্কের তথ্যে বেশি ভরসা করেন৷ কী ভাবে লাশের রাজনীতি করতে হয়, তা এই মাটির শকুনদের দেখে শেখা উচিত৷’’

প্রসঙ্গত, ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ৩.১১ লক্ষ৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে ভারত সরকারের দেওয়া এই তথ্য ভুল বলে দাবি করা হয়৷ তাদের মতে, এই সংখ্যাটা ৬ লক্ষ হওয়া উচিত৷ পরিস্থিতি আরও খারাপ হলে তা ১৬ লক্ষ ও ভয়বহ হলে তা ৪২ লক্ষও হতে পারে৷ নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন তুলে ধরেই কেন্দ্রকে বিঁধেছিলেন রাহুল৷ যার জবাবে তাঁকে শকুন বলে পাল্টা আক্রমণ শানান হর্ষবর্ধন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =