জয়পুর: কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয়ে গেল রাজস্থানের ভোটগ্রহন পর্ব। মোদী ম্যাজিকে বাজিমাত করতে চলেছে বিজেপি, নাকি কংগ্রেস শিবিরের সংগঠন আরও মজবুত হবে, তা অবশ্য জানা যাবে আগামী ৩ ডিসেম্বর। তার আগে রাজ্যের ভোট নিয়ে চর্চার অন্ত নেই। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সকল সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
৩ ডিসেম্বর শুধু রাজস্থান নয়, একই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনেরও ফল ঘোষণা। তবে রাজস্থানে শনিবার ২০০ আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হবে এক দফাতে। ম্যাজিক ফিগার ১০১। ১৯৮৫ সালের পর থেকে মরুরাজ্য নিয়ম করে সরকার বদলেছে প্রতি ৫ বছরে। এবার কি সেই পন্থা বজায় থাকবে নাকি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে কংগ্রেস, তা সময় বলবে। যদিও ‘হাত’ শিবিরের জন্য বিষয়টি খুব সহজ নয় কারণ রাজ্যে গেহলট বনাম পাইলট শিবিরের দ্বন্দ্বে জেরবার তারা। তাই পাঁচ রাজ্যের মধ্যে রাজস্থানের ভোটের দিকেই সারা দেশের রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে।
राजस्थान विधानसभा चुनाव के लिए आज वोट डाले जाएंगे। सभी मतदाताओं से मेरा निवेदन है कि वे अधिक से अधिक संख्या में अपने मताधिकार का प्रयोग कर वोटिंग का नया रिकॉर्ड बनाएं। इस अवसर पर पहली बार वोट देने जा रहे राज्य के सभी युवा साथियों को मेरी ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 25, 2023