ভোট বড় বালাই! জানেন, ৫ দিনে কটা রাজ্যে ঘুরলেন মোদি?

নয়াদিল্লি: ভোটের প্রচারে ৮ ফেব্রুয়ারি থেকে আগামি মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচদিনে ১০টি রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পার্টির তৈরি করা এই কর্মসূচিতে সামান্য রদবদল হতে পারে বলে জানা গিয়েছে। শুক্রবার মোদি যাবেন রায়গড়ে। সেখান থেকে যাবেন ময়নাগুড়িতে জনসভায়। তারপর সেখান থেকে যাচ্ছেন গুয়াহাটিতে। রাতে থাকবেন সেখানেই। শনিবার যাবেন অরুণাচল প্রদেশের ইটানগরে, অসমের আমিনগাঁওয়ে, ত্রিপুরার আগরতলায়।

ভোট বড় বালাই! জানেন, ৫ দিনে কটা রাজ্যে ঘুরলেন মোদি?

নয়াদিল্লি: ভোটের প্রচারে ৮ ফেব্রুয়ারি থেকে আগামি মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচদিনে ১০টি রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পার্টির তৈরি করা এই কর্মসূচিতে সামান্য রদবদল হতে পারে বলে জানা গিয়েছে।

শুক্রবার মোদি যাবেন রায়গড়ে। সেখান থেকে যাবেন ময়নাগুড়িতে জনসভায়। তারপর সেখান থেকে যাচ্ছেন গুয়াহাটিতে। রাতে থাকবেন সেখানেই। শনিবার যাবেন অরুণাচল প্রদেশের ইটানগরে, অসমের আমিনগাঁওয়ে, ত্রিপুরার আগরতলায়। পরের দিন যাবেন অন্ধ্রের গুন্টুর, তামিলনাডুর তিরুপুর আর কর্নাটকের হুবলি। অক্ষয়পাত্রের অনুষ্ঠানে পরের দিন সোমবার তিনি যাবেন উত্তরপ্রদেশের বৃন্দাবনে। মঙ্গলবার মোদির সভা হরিয়ানার কুরুক্ষেত্রে। মোদিকে সর্বভারতীয় গ্রহণযোগ্য মুখ হিসেবে তুলে ধরতেই এই হাই প্রোফাইল কর্মসূচি তৈরি করেছে দল। গত সাড়ে চারবছরে প্রতিষ্ঠানবিরোধী মনোভাব কাটাতে মোদিই ভরসা বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =