নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে কোভিড বিধি মেনে ভোট হয়েছে বিহারে৷ আজ পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ কবে হবে ভোট, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা৷ পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হবে ৷ করোনা আবহে ভোটারদের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানালেন আরোরা৷ জোড় দেওয়া হবে নিরাপত্তার উপরেও৷
তিনি বলেন, করোনা আবহে বিহার ভোট নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ছিল৷ এখনও কোভিড পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেনি দেশ৷ আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনেও প্রতিটি পোলিং বুথে ভোটারদের সুরক্ষার ব্যবস্থা থাকবে৷ পশ্চিমবঙ্গে ভোট হবে ২৯৪টি আসনে ভোট হবে৷
অসমে ভোট হবে ১২৬ আসনে ভোট৷ তফশিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১৬৷ তামিলনাড়ুতে ভোট হবে ২৩৪টি আসনে৷ তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন ৪৪৷ তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন ২টি৷ পশ্চিমবঙ্গে ভোট হবে ২৯৪টি আসনে৷ তফশিলি জা ও উপজাতির জন্য সংরক্ষিত আসন হল যথাক্রমে ৬৮টি এবং ১৬টি৷ কেরলে ভোট হবে ১৪০টি বিধানসভা কেন্দ্রে৷ মোট সংরক্ষতি আসন ৬৷ পুদুচেরিতে সরকারে মেয়াদ শেষ হচ্ছে ৮ জুন৷ ভোট হবে ৩০টি আসনে৷ সংরক্ষিত আসন ৫৷
২০১৬ সালে পশ্চিমবঙ্গে পোলিং স্টেশন ছিল ৭৭ হাজার ৯০৩টি৷ এবারবার তা বেড়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৯১৬৷ ভোট হবে কোভিড বিধি মেনে৷ ভোটমুখি রাজ্যে কোভিড পরিস্থিতির উপরেও নজর রাখা হবে৷ স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথ ভাবে কাজ করা হবে৷ ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন দেওয়া হবে৷ সমস্ত ভোট কেন্দ্র হবে একতলায়৷
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার অনলাইনে মনোনয়ন-জমানতের টাকা জমা দেওয়া হবে৷ নমোনয়নের সময় প্রার্থী সহ ২ জনকে অনুমতি দেওয়া হবে৷ রোড শো করায় কোনও বাধা নেই৷ তবে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নিয়ন্ত্রণ রাখা হবে৷ বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ পাঁচ জনের বেশি অনুমতি দেওয়া হবে না৷ তেমনই রোড শোতে একসঙ্গে ৫টি গাড়ির বেশি কনভয় রাখা যাবে না৷
বাংলায় থাকবেন ২ জন পুলিশ অবজার্ভার৷ পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক৷ তিনি অন্যতম সেরা অফিসার৷ বললেন আরোরা৷ অজয নায়েক বিহারের প্রাক্তন সিইও৷ রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস৷